সরস্বতী পূজায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সৌহার্দ্য উপহার

- Update Time : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 179
মেহেদী হাসান :
বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি উপহার দিয়েছে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল। জননেতা হামিদুর রহমান হামিদ ভাইয়ের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়।
সোমবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী শিক্ষার্থীদের মধ্যে এই উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে রবিউল ইসলাম রুবেল বলেন, “বাংলাদেশ বহুমাত্রিক সংস্কৃতি ও সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করে। এই উপহার ধর্মীয় সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের নিদর্শন।”
উপহার গ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সরস্বতী পূজার আনন্দ আরও বাড়িয়ে তুলেছে এই উপহার। তারা ছাত্রদল ও জননেতা হামিদুর রহমান হামিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরস্বতী পূজা উপলক্ষে কলেজে বিশেষ সাজসজ্জা ও পূজার্চনার আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেন।
এ ধরনের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করে বলে মনে করেন সংশ্লিষ্টরা।