সিনেমার শুটিং ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে, পড়াশোনায় বিঘ্ন ঘটায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

  • Update Time : ০৮:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / 42

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে সিনেমার শুটিং হওয়ায় বিপাকে পড়েছেন পড়তে আসা শিক্ষার্থীরা ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩ টায় শিক্ষার্থীরা এসে দেখতে পান, লাইব্রেরিতে শুটিং চলছে এবং সেখানে বহিরাগতরা চলাচল করছেন। শুটিংয়ের কারণে প্রায় পৌনে এক ঘণ্টা গ্রন্থাগারের লাইট বন্ধ রাখা হয়, ফলে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশ অনুপযুক্ত হয়ে ওঠে।

এ প্রসঙ্গে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “লাইব্রেরিতে শুটিং হওয়ার কারণে লাইব্রেরি খোলার প্রায় এক ঘণ্টা পরও লাইট বন্ধ ছিল। একারণে পড়তে পারিনি। এটা সত্যিই হতাশাজনক।”

লাইব্রেরি শুধুমাত্র পড়ার জন্য ব্যবহার হওয়া উচিত উল্লেখ করে আরেক শিক্ষার্থী বলেন, ” লাইব্রেরিতে আমরা আসি মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য। এখানে এসেও যদি পড়তে না পারি তাহলে কোথায় যাবো?”

এছাড়া, শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন যে, গ্রন্থাগারে মাঝে মধ্যে চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার ফলে সপ্তাহে দুই থেকে তিন দিন সেখানে পড়াশোনার পরিবেশে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. সাইফুল আলম বলেন, “প্রশাসনের অনুমতি নিয়ে সিনেমার শুটিং হয়েছে। তাদের লাইব্রেরি খোলার আগেই শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।”

Tag :

Please Share This Post in Your Social Media


সিনেমার শুটিং ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে, পড়াশোনায় বিঘ্ন ঘটায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

Update Time : ০৮:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে সিনেমার শুটিং হওয়ায় বিপাকে পড়েছেন পড়তে আসা শিক্ষার্থীরা ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩ টায় শিক্ষার্থীরা এসে দেখতে পান, লাইব্রেরিতে শুটিং চলছে এবং সেখানে বহিরাগতরা চলাচল করছেন। শুটিংয়ের কারণে প্রায় পৌনে এক ঘণ্টা গ্রন্থাগারের লাইট বন্ধ রাখা হয়, ফলে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশ অনুপযুক্ত হয়ে ওঠে।

এ প্রসঙ্গে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “লাইব্রেরিতে শুটিং হওয়ার কারণে লাইব্রেরি খোলার প্রায় এক ঘণ্টা পরও লাইট বন্ধ ছিল। একারণে পড়তে পারিনি। এটা সত্যিই হতাশাজনক।”

লাইব্রেরি শুধুমাত্র পড়ার জন্য ব্যবহার হওয়া উচিত উল্লেখ করে আরেক শিক্ষার্থী বলেন, ” লাইব্রেরিতে আমরা আসি মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য। এখানে এসেও যদি পড়তে না পারি তাহলে কোথায় যাবো?”

এছাড়া, শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন যে, গ্রন্থাগারে মাঝে মধ্যে চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার ফলে সপ্তাহে দুই থেকে তিন দিন সেখানে পড়াশোনার পরিবেশে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. সাইফুল আলম বলেন, “প্রশাসনের অনুমতি নিয়ে সিনেমার শুটিং হয়েছে। তাদের লাইব্রেরি খোলার আগেই শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।”