প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট

  • Update Time : ০১:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 58

জাননাহ, ঢাবি প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢাবি শাখা ছাত্রদলের উদ্যোগে আবাসিক হলগু‌লোর মধ্যে এ আন্তঃহল ব্যাডমিল্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির প্রমুখ। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয় সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করা জরুরি। বিগত বছরগুলোতে যে ধরনের ছাত্র রাজনীতি পরিলক্ষিত হয়েছে তা ছিল ভয়ংকর। শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্তৃক নিদারুণ নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রদল এ ধরনের রাজনীতি থেকে বিরত থেকে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করবে।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনাকে ধারণ করে ছাত্রদল আগামীর ছাত্র রাজনীতি সকলের মাঝে ছড়িয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ এত সুন্দর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার জন্য।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং আগামীতেও এ ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল করবে। এতে যা যা সাহায্য দরকার কেন্দ্রীয় ছাত্রদল তা সরবরাহ করবে।

তিনি আরও জানান, সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল । আমরা বাংলাদেশে এক নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করব। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর র‍্যালি আয়োজন করি। কিন্তু এবার আমরা জনভোগান্তির কথা চিন্তা করে সারাদেশে ভিন্নরকম আয়োজন হাতে নিয়েছি। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করেই রাজনীতি করছে এবং ভবিষ্যতেও করবে।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট

Update Time : ০১:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

জাননাহ, ঢাবি প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢাবি শাখা ছাত্রদলের উদ্যোগে আবাসিক হলগু‌লোর মধ্যে এ আন্তঃহল ব্যাডমিল্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির প্রমুখ। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয় সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করা জরুরি। বিগত বছরগুলোতে যে ধরনের ছাত্র রাজনীতি পরিলক্ষিত হয়েছে তা ছিল ভয়ংকর। শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্তৃক নিদারুণ নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রদল এ ধরনের রাজনীতি থেকে বিরত থেকে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করবে।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনাকে ধারণ করে ছাত্রদল আগামীর ছাত্র রাজনীতি সকলের মাঝে ছড়িয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ এত সুন্দর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার জন্য।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং আগামীতেও এ ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল করবে। এতে যা যা সাহায্য দরকার কেন্দ্রীয় ছাত্রদল তা সরবরাহ করবে।

তিনি আরও জানান, সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল । আমরা বাংলাদেশে এক নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করব। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর র‍্যালি আয়োজন করি। কিন্তু এবার আমরা জনভোগান্তির কথা চিন্তা করে সারাদেশে ভিন্নরকম আয়োজন হাতে নিয়েছি। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করেই রাজনীতি করছে এবং ভবিষ্যতেও করবে।