আসিফ নজরুলের সাথে অশোভনীয় আচরণকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশ আইন সমিতির

  • Update Time : ১০:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / 89

জাননাহ, ঢাবি প্রতিনিধি

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আইন সমিতির সদস্য অধ্যাপক ড. আসিফ নজরুল এর সাথে অশোভনীয় আচরণের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দোষীদের শনাক্তপূর্বক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি (বিএলএ)।

শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ আইন সমিতির (অন্তর্বর্তীকালীন কমিটি) দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্য বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় বিএলএ -এর আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপন এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান যৌথ বিবৃতির মাধ্যমে এসব দাবি জানিয়েছেন ।

উক্ত বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. আসিফ নজরুল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে জাতির পক্ষে অভিভাবকতুল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্র সংস্কারের মহান কার্যক্রমে অবদান রেখে চলেছেন। বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিকে বিনা প্রটোকল এবং প্রটেকশনে ইউরোপের অন্যতম সভ্যদেশ সুইজারল্যান্ডের জেনেভার বিমানবন্দর এলাকায় জনরোষের বিস্ফোরণে পলাতক আওয়ামী স্বৈরাচারের দোসর কিছু সংখ্যক দুষ্কৃতকারী কর্তৃক অশোভনীয় আচরণ জুলাই বিপ্লবের সহস্রাধিক শহীদের রক্ত এবং গণমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অনুভূতিকে চরমভাবে আহত করে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে অপমানিত করে। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাসের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদাসীনতা এবং নিরাপত্তা নিশ্চিত না করার বিষয়ে বাংলাদেশ আইন সমিতি বিস্ময় প্রকাশ করে। অত্র বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু অবোধ ব্যক্তি রাজনৈতিক দলের প্রতি এতটাই অন্ধ আনুগত্য লালন করছে যে, নিজের দেশের সহস্রাধিক তাজা প্রাণ নির্বিচারে হত্যার দায় বহনকারী জনবিচ্ছিন্ন দলটির কেন্দ্র থেকে তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মী আত্মসমালোচনা বা অনুতপ্ত না হয়ে জনমতের বিরুদ্ধে যেয়ে উল্টো দেশে-বিদেশে প্রোপাগাণ্ডার আশ্রয়-প্রশ্রয় নিচ্ছে। উর্ধ্বতন আদেশ জারির ফৌজদারি দায় বয়ে বেড়ানো শতাধিক হত্যা মামলায় অভিযুক্ত একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে নির্লজ্জভাবে পুনর্জীবিত করতে তারা লাশের সাথে মনুষ্যত্বের ফারাক করতে পারছে না বলে এহেন হীন কর্মকাণ্ডে লিপ্ত হতে পারছে বলে প্রতীয়মান হয়।

অভ্যুত্থানের তিন মাস পেরিয়েও দেশের মাটিতে এদের বিরুদ্ধে দৃশ্যমান বিচার নিশ্চিত না করাই বিদেশের মাটিতে এদের উগ্রতা ছড়াতে দু:সাহস দেয় বলে প্রতীয়মান হয় উল্লেখ করে উক্ত বিবৃতিতে আরও বলা হয়, বিচার বিভাগ এবং বিচার প্রশাসনে পতিত ফ্যাসিস্ট সরকারের আশীর্বাদপুষ্টদের নির্মূল না করা পর্যন্ত এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশংকা করা যায়। ফলে বিচার প্রশাসনকে ফ্যাসিবাদী শক্তির রাহুমুক্ত করতে প্রয়োজনীয় আশু পদক্ষেপ নিতে আহ্ববান জানানো হচ্ছে। সেইসাথে, দোষীদের সনাক্তপূর্বক দেশে ফিরিয়ে এনে দেশীয় আইনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


আসিফ নজরুলের সাথে অশোভনীয় আচরণকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশ আইন সমিতির

Update Time : ১০:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিনিধি

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আইন সমিতির সদস্য অধ্যাপক ড. আসিফ নজরুল এর সাথে অশোভনীয় আচরণের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দোষীদের শনাক্তপূর্বক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি (বিএলএ)।

শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ আইন সমিতির (অন্তর্বর্তীকালীন কমিটি) দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্য বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় বিএলএ -এর আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপন এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান যৌথ বিবৃতির মাধ্যমে এসব দাবি জানিয়েছেন ।

উক্ত বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. আসিফ নজরুল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে জাতির পক্ষে অভিভাবকতুল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্র সংস্কারের মহান কার্যক্রমে অবদান রেখে চলেছেন। বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিকে বিনা প্রটোকল এবং প্রটেকশনে ইউরোপের অন্যতম সভ্যদেশ সুইজারল্যান্ডের জেনেভার বিমানবন্দর এলাকায় জনরোষের বিস্ফোরণে পলাতক আওয়ামী স্বৈরাচারের দোসর কিছু সংখ্যক দুষ্কৃতকারী কর্তৃক অশোভনীয় আচরণ জুলাই বিপ্লবের সহস্রাধিক শহীদের রক্ত এবং গণমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অনুভূতিকে চরমভাবে আহত করে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে অপমানিত করে। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাসের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদাসীনতা এবং নিরাপত্তা নিশ্চিত না করার বিষয়ে বাংলাদেশ আইন সমিতি বিস্ময় প্রকাশ করে। অত্র বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু অবোধ ব্যক্তি রাজনৈতিক দলের প্রতি এতটাই অন্ধ আনুগত্য লালন করছে যে, নিজের দেশের সহস্রাধিক তাজা প্রাণ নির্বিচারে হত্যার দায় বহনকারী জনবিচ্ছিন্ন দলটির কেন্দ্র থেকে তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মী আত্মসমালোচনা বা অনুতপ্ত না হয়ে জনমতের বিরুদ্ধে যেয়ে উল্টো দেশে-বিদেশে প্রোপাগাণ্ডার আশ্রয়-প্রশ্রয় নিচ্ছে। উর্ধ্বতন আদেশ জারির ফৌজদারি দায় বয়ে বেড়ানো শতাধিক হত্যা মামলায় অভিযুক্ত একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে নির্লজ্জভাবে পুনর্জীবিত করতে তারা লাশের সাথে মনুষ্যত্বের ফারাক করতে পারছে না বলে এহেন হীন কর্মকাণ্ডে লিপ্ত হতে পারছে বলে প্রতীয়মান হয়।

অভ্যুত্থানের তিন মাস পেরিয়েও দেশের মাটিতে এদের বিরুদ্ধে দৃশ্যমান বিচার নিশ্চিত না করাই বিদেশের মাটিতে এদের উগ্রতা ছড়াতে দু:সাহস দেয় বলে প্রতীয়মান হয় উল্লেখ করে উক্ত বিবৃতিতে আরও বলা হয়, বিচার বিভাগ এবং বিচার প্রশাসনে পতিত ফ্যাসিস্ট সরকারের আশীর্বাদপুষ্টদের নির্মূল না করা পর্যন্ত এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশংকা করা যায়। ফলে বিচার প্রশাসনকে ফ্যাসিবাদী শক্তির রাহুমুক্ত করতে প্রয়োজনীয় আশু পদক্ষেপ নিতে আহ্ববান জানানো হচ্ছে। সেইসাথে, দোষীদের সনাক্তপূর্বক দেশে ফিরিয়ে এনে দেশীয় আইনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে।