ঢাবিতে চক্রাকার বাস সার্ভিস চালুর ব্যাপারে যা জানা গেল
- Update Time : ১২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / 21
জাননাহ, ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আগামী ১৫ নভেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য চক্রাকার বাস বা শাটল সার্ভিস চালু করার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষামূলকভাবে ৩ টি বাস দিয়ে এ সেবা চালু করা হবে ।
ঢাবি পরিবহন অফিস সূত্রে জানা গেছে, ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে চলবে এই বাস। ১৫ মিনিট পরপর নির্ধারিত স্টেশন থেকে ছাড়বে বাস তিনটি । প্রথম তিন মাস পরীক্ষামূলকভাবে চলবে এই সার্ভিস। এরপর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পরিচালনা করা হবে বলে জানায় এই দপ্তর। ইতোমধ্যেই শিক্ষার্থীদের জন্য শাটল সার্ভিস চালুর লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়েছে এবং প্রাথমিকভাবে রুট ও স্টেশন নির্ধারণ করা হয়েছে।
এই বাসগুলো সুফিয়া কামাল হল এবং নীলক্ষেত থেকে ছাড়া হতে পারে বলে জানা গেছে । চক্রাকারে বাসগুলো- একুশে হল, কার্জন হল, মোকারম ভবন, কাজী মোতাহার হোসেন ভবন, টিএসসি, চারুকলা, কলাভবন, ভিসি চত্বর হয়ে নীলক্ষেত মোড়ে আসবে। এছাড়া নীলক্ষেত মোড় থেকে ছাড়া বাস পলাশী, ফুলার রোড, জগন্নাথ হল স্টেশনেও থামবে। চালুর আগে তিনটি বাসের জন্য চূড়ান্তভাবে রুট নির্ধারণ করা হবে এবং প্রয়োজনে সংশোধন করা হবে বলে জানায় এই অফিস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসেব পরিচালকের অফিস সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য এই সার্ভিসটি চালু করতে বছরে প্রায় ৭০-৮০ লাখ টাকা খরচ হবে। তবে শিক্ষার্থীদের জন্য বাস উপহার পেতেও চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ছব্বিশের অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে বাসের রঙ লাল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্নের চক্রাকার বাস বা শাটল সার্ভিস আমরা চালু করতে যাচ্ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন খুবই আন্তরিক। আগামী ১৫ তারিখ না এরপর যেকোনো দিন এই সার্ভিস উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে আমরা পরীক্ষামূলক চালু করছি। এরপর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়তে পারে। আশা করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের জন্য এটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষা কার্যক্রম সচল রাখতে এটি দারুণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
শাটল বাস সার্ভিস দ্রুত চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাস সার্ভিস চালু হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিন্ডিকেট করে মাত্রাতিরিক্ত রিক্সাভাড়া, প্রচণ্ড জ্যাম, রাস্তা পারাপারের ক্ষেত্রে দুর্ঘটনাসহ নানাবিধ সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত সোমবার (২৮ অক্টোবর) ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু, রুট নির্ধারণ, ক্যাম্পাসে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ ও ছয়টি প্রবেশ মুখে ‘বার’ স্থাপনের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। উভয়েই এসব বিষয়ে আলোচনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।