মধুর ক্যান্টিনে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে খাবার পানি, প্রতারিত ক্রেতারা
- Update Time : ১২:০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- / 75
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
রাজনীতির আঁতুড়ঘর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে খাবার পানি। বিষয়টি খেয়াল করে ক্ষোভ প্রকাশ করছেন কেউ কেউ, কেউবা আবার খেয়ালই করছেন না।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মধুর ক্যান্টিনে বোতলজাত খাবার পানি অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে তা যাচাই করতে গেলে এ অভিযোগের সত্যতা মেলে। ক্যান্টিনে গিয়ে দেখা যায় ৫০০ মি.লি. প্রাণ কোম্পানির পানির বোতলের গায়ের মূল্য ১৫ টাকা দেওয়া থাকলেও প্রতি বোতল ২০ টাকায় বিক্রি করা হচ্ছে।
অতিরিক্ত মূল্যে কেন পানি বিক্রয় করা হচ্ছে জানতে চাইলে বিক্রেতা কানাই বিডি সমাচার কে বলেন এই রেটেই আমরা বিক্রি করি । তাকে বোতলের গায়ের মূল্য – ১৫ টাকা দেখালেও সে বলে ২০ টাকাতেই কিনতে হবে।
এসময় অতিরিক্ত ৫ টাকা কেন দিতে হবে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে মধুর ক্যান্টিনের পরিচালক অরুণ দে – এর সাথে যোগাযোগ করতে বলেন।
জানতে চাইলে ভুক্তভোগী এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে প্রকাশ্যে ১৫ টাকার পানি ২০ টাকায় বিক্রি হচ্ছে ৷ অনেকে বিষয়টি খেয়ালই করছেন না। আবার গায়ের দাম দেখে কেউ জিজ্ঞাসা করলে বিক্রেতা বলছেন ২০ টাকাতেই কিনতে হবে।
এ বিষয়ে জানার জন্য মধুর ক্যান্টিনের পরিচালক অরুণ দে কে ফোন করে ৫০০ মি.লি. খাবার পানির বিক্রয় মূল্য কত জানতে চাইলে তিনি বিডি সমাচার কে বলেন, বিক্রয় মূল্য ১৫ টাকা।
১৫ টাকার পানি ২০ টাকায় কেন বিক্রি করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ” এটা আমার জানা নেই। এরকম তো হওয়ার কথা নয় “। তখন এরকম পানির বোতল নিজেও ২০ টাকায় কর্মচারী কানাইয়ের কাছ থেকে কিনেছি এবং বোতলটি সংরক্ষণ করেছি উল্লেখ করলে তিনি কানাইয়ের সাথে কথা বলে নিশ্চিত হতে চান।
পরে অতিরিক্ত মূল্যে পানি বিক্রির কথা স্বীকার করে অরুণ দে বিডি সমাচার কে বলেন, “এটা ভুলবশত হয়েছে এরকম আর হবে না “।