বিনা প্রয়োজনে সন্ধ্যার পর শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে যেতে নিষেধাজ্ঞা
- Update Time : ০৫:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / 157
ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীকে সন্ধ্যার পরে কোনো কারণ ছাড়া বা অপ্রয়োজনে কলেজের বাইরে ঘোরাফেরা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
কলেজ প্রশাসন বলছে, সম্প্রতি রাজধানীর আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় ঢাকা কলেজের সকল শিক্ষার্থীকে সতর্ক করে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের সকল ছাত্রাবাসে অবস্থানকারী ও সকল শিক্ষার্থীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের বাহিরে বিনা প্রয়োজনে (মার্কেট, গলিতে বা অন্য কোনো স্থানে) অযথা ঘোরাফেরা করতে পারবে না। তবে প্রয়োজনীয় কাজে কলেজ ক্যাম্পাসের বাহিরে অবস্থানকালে কলেজ আইডি কার্ড এবং ছাত্রাবাসের ছাত্রদের আইডি কার্ড সাথে রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। বিষয়টি অতীব জরুরী হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ ও ছাত্রাবাস কমিটির চেয়ারম্যান অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন বলেন, আমাদের এখানে উচ্চমাধ্যমিক, সম্প্রতি আইডিয়াল কলেজের একজন ছাত্র ছিনতাইকরীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। সেজন্য আমরা আমাদের সকল শিক্ষার্থীদের সতর্ক করে এই নোটিশ করেছি। এখানে অন্য কোন কারন নেই ৷