লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ৩১

  • Update Time : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 31

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত আছে। এদিকে সর্বশেষ হামলায় লেবাননে আরও ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের বেশির ভাগই দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। যদিও লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি ইসরায়েল পৌঁছেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

লেবাননের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে হারেত হরিক এবং শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহ সম্পর্কিত প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার এলাকাগুলোর মধ্যে নাবাতিয়া, বালবেক, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুত ও তার আশপাশের এলাকা অন্তর্ভুক্ত ছিল।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৬ হাজার লেবানিজ।

এদিকে, চলতি সপ্তাহেই ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

Please Share This Post in Your Social Media


লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ৩১

Update Time : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত আছে। এদিকে সর্বশেষ হামলায় লেবাননে আরও ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের বেশির ভাগই দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। যদিও লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি ইসরায়েল পৌঁছেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

লেবাননের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে হারেত হরিক এবং শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহ সম্পর্কিত প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার এলাকাগুলোর মধ্যে নাবাতিয়া, বালবেক, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুত ও তার আশপাশের এলাকা অন্তর্ভুক্ত ছিল।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৬ হাজার লেবানিজ।

এদিকে, চলতি সপ্তাহেই ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।