অবসরপ্রাপ্ত ৬ শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Update Time : ০৪:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / 157

ঢাবি প্রতিনিধি

ছয়জন অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ।

তাঁরা হলেন- ইংরেজি বিভাগের সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের হাশেম খান।

বৃহস্পতিবার(১৩ জুলাই) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই ছয়জন শিক্ষকের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল গগণমাধ্যমকে বলেন, ছয় অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে (শিক্ষা পরিষদ) অনুমোদিত হয়েছে। এখন সিন্ডিকেটে অনুমোদিত হলে বিষয়টি চূড়ান্ত হবে। এরপর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই ৬ অধ্যাপকের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা (৬৫ বছর) শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়ার রীতি আছে।

ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকেরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া কয়েকজন হলেন — আবদুল জব্বার, সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, সুলতানা সারওয়াত আরা জামান, নাজমা চৌধুরী, আবদুল মতিন, এ কে আজাদ চৌধুরী।

Tag :

Please Share This Post in Your Social Media


অবসরপ্রাপ্ত ৬ শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Update Time : ০৪:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

ঢাবি প্রতিনিধি

ছয়জন অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ।

তাঁরা হলেন- ইংরেজি বিভাগের সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের হাশেম খান।

বৃহস্পতিবার(১৩ জুলাই) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই ছয়জন শিক্ষকের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল গগণমাধ্যমকে বলেন, ছয় অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে (শিক্ষা পরিষদ) অনুমোদিত হয়েছে। এখন সিন্ডিকেটে অনুমোদিত হলে বিষয়টি চূড়ান্ত হবে। এরপর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই ৬ অধ্যাপকের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা (৬৫ বছর) শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়ার রীতি আছে।

ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকেরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া কয়েকজন হলেন — আবদুল জব্বার, সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, সুলতানা সারওয়াত আরা জামান, নাজমা চৌধুরী, আবদুল মতিন, এ কে আজাদ চৌধুরী।