যবিপ্রবিতে পিএইচডি সম্পন্ন করায় সংবর্ধনা পেলেন ৩ শিক্ষক যবিপ্রবি প্রতিনিধি

  • Update Time : ০৪:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / 149

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পিএইচডি সম্পন্ন ও পোস্ট ডক্টরাল ফেলোশিপ পাওয়ায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ৩ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে । আজ মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা ও অনুষদের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে কোন শিক্ষক যদি বিদেশে স্কলারশিপের সুযোগ পায় বা উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে আসে তবে তাদেরকে এই অনুষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও আমাদের অনুষদের যেসকল সদস্যবৃন্দ প্রতি বছর সর্বোচ্চ ইমপ্যাক্ট ফেক্টর সম্পন্ন জার্নালে ও সবচেয়ে বেশি আর্টিকেল পাবলিশ করবেন এবং অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে কিনোট স্পীকার হিসেবে আমন্ত্রণ পাবেন তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, পিএইচডি সম্পন্ন করে আসায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশিদা পারভিন ও ড. মো. শিমুল ইসলামকে এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষক ড. মো. হাসিবুর রহমানকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ করতে চীন যাবেন বিধায় তাদের মাধ্যমে আমরা প্রথম এই সংবর্ধনা অনুষ্ঠানের যাত্রা শুরু করেছি। আমি অত্যন্ত আনন্দিত এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পক্ষ থেকে আমরা এই সংবর্ধনা দিতে পেরেছি আমরা মনে করি আমাদের অনুষদের এই উদ্যোগ শিক্ষকদের আরো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণাদায়ক হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


যবিপ্রবিতে পিএইচডি সম্পন্ন করায় সংবর্ধনা পেলেন ৩ শিক্ষক যবিপ্রবি প্রতিনিধি

Update Time : ০৪:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পিএইচডি সম্পন্ন ও পোস্ট ডক্টরাল ফেলোশিপ পাওয়ায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ৩ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে । আজ মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা ও অনুষদের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে কোন শিক্ষক যদি বিদেশে স্কলারশিপের সুযোগ পায় বা উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে আসে তবে তাদেরকে এই অনুষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও আমাদের অনুষদের যেসকল সদস্যবৃন্দ প্রতি বছর সর্বোচ্চ ইমপ্যাক্ট ফেক্টর সম্পন্ন জার্নালে ও সবচেয়ে বেশি আর্টিকেল পাবলিশ করবেন এবং অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে কিনোট স্পীকার হিসেবে আমন্ত্রণ পাবেন তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, পিএইচডি সম্পন্ন করে আসায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশিদা পারভিন ও ড. মো. শিমুল ইসলামকে এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষক ড. মো. হাসিবুর রহমানকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ করতে চীন যাবেন বিধায় তাদের মাধ্যমে আমরা প্রথম এই সংবর্ধনা অনুষ্ঠানের যাত্রা শুরু করেছি। আমি অত্যন্ত আনন্দিত এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পক্ষ থেকে আমরা এই সংবর্ধনা দিতে পেরেছি আমরা মনে করি আমাদের অনুষদের এই উদ্যোগ শিক্ষকদের আরো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণাদায়ক হবে।