অধ্যাপকের উপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি ইবি শিক্ষক সমিতির
- Update Time : ০৭:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / 170
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনানুগ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (৮ জুন) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৭ জুলাই সকাল আনুমানিক ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণ করছিলেন। এসময় জনাব মোস্তাফিজুর রহমান-কে একা পেয়ে হাউজিং ডি ব্লকের ১৬৭নং বাসার বাসিন্দা সোহেল মাহমুদ (ব্যাংক কর্মকর্তা) তাঁর উপর অতর্কিত হামলা করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনানুগ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছে।’
এদিকে একই ঘটনার তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি পন্থী শিক্ষক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।
জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইদ্রিস আলী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। হামলাকারীর বিষয়ে তদন্ত-পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, গতকাল ৭জুন ২০২৩ তারিখ সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান নিজ বাসা থেকে হাঁটতে বের হয়ে হাউজিং ডি ব্লকে আসলে অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা সোহেল মাহমুদ তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালায় এতে গুরুতর আহত হলে অন্য সহকর্মীর সহযোগিতায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তাঁর প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেয়।