শালীনতা বজায় রেখে কালার ফেস্ট উদযাপনের নির্দেশ বশেমুরবিপ্রবি প্রশাসনের

  • Update Time : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / 187

রাকিবুল হাসান, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বিশ্ববিদ্যালয় জীবন প্রতিটি শিক্ষার্থীর জন্য স্মরণীয় একটি অধ্যায়। এই সময়কে আরো স্মরণীয় করে রাখতে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে পালিত হয় কালার ফেস্ট। সবাই একত্রিত হয়ে রাঙিয়ে তোলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এবার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষা বর্ষের কালার ফেস্টে বেঁধে দেওয়া হয়েছে কিছু বাধ্যবাধকতা। জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর এই অনুষ্ঠান পালিত হবে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রক্টর ড. মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চার বছরের পদযাত্রার সন্ধিক্ষণটি রাঙিয়ে রাখবার প্রয়াসেই কালার ফেস্ট উদযাপনের সময় সাদা টি শার্টে বন্ধুদের শুভেচ্ছাবার্তা লিখে দেওয়ার প্রচলন রয়েছে। যা আজীবন সুন্দর স্মৃতি হয়ে থাকতে পারে। কিন্তু বিগত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের শুভেচ্ছা বার্তার পরিবর্তে অশালীন বা বাঁকা শব্দের ব্যবহার দেখা গিয়েছে। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। যা শিক্ষার্থীদের অর্জিত শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে। উপর্যুক্ত কারণ বিবেচনায় বিদায়ী সব শিক্ষার্থীকে ভাষা প্রয়োগের ক্ষেত্রে শালীনতা বজায় রাখার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


শালীনতা বজায় রেখে কালার ফেস্ট উদযাপনের নির্দেশ বশেমুরবিপ্রবি প্রশাসনের

Update Time : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

রাকিবুল হাসান, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বিশ্ববিদ্যালয় জীবন প্রতিটি শিক্ষার্থীর জন্য স্মরণীয় একটি অধ্যায়। এই সময়কে আরো স্মরণীয় করে রাখতে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে পালিত হয় কালার ফেস্ট। সবাই একত্রিত হয়ে রাঙিয়ে তোলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এবার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষা বর্ষের কালার ফেস্টে বেঁধে দেওয়া হয়েছে কিছু বাধ্যবাধকতা। জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর এই অনুষ্ঠান পালিত হবে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রক্টর ড. মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চার বছরের পদযাত্রার সন্ধিক্ষণটি রাঙিয়ে রাখবার প্রয়াসেই কালার ফেস্ট উদযাপনের সময় সাদা টি শার্টে বন্ধুদের শুভেচ্ছাবার্তা লিখে দেওয়ার প্রচলন রয়েছে। যা আজীবন সুন্দর স্মৃতি হয়ে থাকতে পারে। কিন্তু বিগত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের শুভেচ্ছা বার্তার পরিবর্তে অশালীন বা বাঁকা শব্দের ব্যবহার দেখা গিয়েছে। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। যা শিক্ষার্থীদের অর্জিত শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে। উপর্যুক্ত কারণ বিবেচনায় বিদায়ী সব শিক্ষার্থীকে ভাষা প্রয়োগের ক্ষেত্রে শালীনতা বজায় রাখার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।