ইবি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর সম্পাদক তপন
- Update Time : ১২:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
- / 177
শাহিন রাজা, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম মনোনীত পূর্ণাঙ্গ প্যানেল জয় লাভ করেছেন। সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন (২১৮ ভোট) এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ১৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (১৭৩ ভোট), যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ (১৯৭ভোট), কোষাধ্যক্ষ পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. আব্দুল্লাহ-আল-মাসুদ ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে রাত ১১টায় নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।
এতে মোট ৪০৪ জন শিক্ষকদের মধ্যে ৩৫১ জন শিক্ষক ভোট প্রদান করেছেন। ১টি ব্যালট বাতিল হয়েছে এবং পদ অনুযায়ী কিছু ভোট বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন।
নির্বাচনে শাপলা ফোরাম মনোনীত পূর্ণাঙ্গ প্যানেল সহ-সভাপতি হিসেবে ইনফরমেশন এন্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (১৭৩ ভোট), যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ (১৯৭), কোষাধ্যক্ষ পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোঃ আব্দুল্লাহ-আল-মাসুদ ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ড. সাজ্জাদ হোসেন (২০৭ ভোট), জনাব সাজ্জাদুর রহমান টিটু (২০০), অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (১৯৬), অধ্যাপক ড. বাকী বিল্লাহ (১৮৩), অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসেন (১৮২), মোঃ শহিদুল ইসলাম (১৬৬), মোঃ ফিরোজ আল মামুন (১৫৯), এম. এম. নাসিমুজ্জামান (১৫২), অধ্যাপক ড. কাজী আখতার হোসেন (১৫০) ও অধ্যাপক ড. শেলীনা নাসরীন ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘সকল শিক্ষককে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে যাবো এটাই প্রত্যাশা।’
ইবি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা সকল শিক্ষককে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংশ্লিষ্ট স্বার্থের পাশাপাশি শিক্ষার পরিবেশ যাতে সুন্দর হয় এবং শিক্ষার্থীদের সেশন জট সম্পূর্ণ নিরসন’সহ সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়কে সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করব।’