নজরুল বিশ্ববিদ্যালয়ে রংধনুর শীত উৎসব পালন

  • Update Time : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / 208

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন “রংধনু” র আয়োজনে গত ১৫ ডিসেম্বর, ২০২২ ইং তারিখে ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো শীতকালীন উংসব। প্রায় ৫০ জন সদস্যের অংশগ্রহণে মুখরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি শাহিনুর রহমান শিমুল,সাবেক সাধারণ সম্পাদক মাহজুবা ইসলাম মোহনা, বর্তমান সভাপতি ফাইজাহ্ ওমর তূর্ণা, বর্তমান সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার রনি। এছাড়াও ছিলেন রংধনুর এলামনাই সদস্যবৃন্দ।

নজরুল বিশ্ববিদ্যালয়ে “রংধনু” এর যাত্রা শুরু হয় ২০১৮ সালে, ২০১ জন মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ শনাক্তকরণের সেবা দেওয়ার মাধ্যমে। পরবর্তীতে রক্তদানের এ সেবার ধারাবাহিকতায় এখনও পর্যন্ত প্রায় ৮০০ জন মানুষকে জরুরী মুহূর্তে রক্তদানের সেবা দিয়েছে সংগঠনটি। এ বছর শীতের আবহকে বরণ করে নিতে সদস্যদের সাথে একটি আনন্দময় সন্ধ্যা কাটালো “রংধনু”। আড্ডা, খেলাধুলা, ফটোসেশন সহ রান্না ও খাওয়ার ব্যবস্থা ছিলো অনুষ্ঠানটিতে। এর পাশাপাশি আগত শীতে আর্ত মানবতার সেবায় আসন্ন পদক্ষেপ এবং তার বাস্তবায়নের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়েও আলোচনা সম্পন্ন হয়েছে। সর্বোপরি যেন আনন্দ, আড্ডা এবং আলোচনার সংমিশ্রণে পরিপূর্ণ একটি আয়োজন এটি। আয়োজন সম্পর্কে ” রংধনু” র সাবেক সভাপতি শাহিনুর রহমান শিমুল বলেন, “আজকের মতো এইরকম স্বতঃস্ফূর্ত আয়োজন যেমন সংগঠনের সাথে সদস্যদের সম্পৃক্ততাকে আরও জোরদার করে, তেমনি পারস্পরিক বন্ধনকেও আরও দৃঢ় করে।” এছাড়াও অনুষ্ঠান সম্পর্কে সংগঠনটির বর্তমান সভাপতি ফাইজাহ্ ওমর তূর্ণা বলেন, ” এধরণের অনুষ্ঠানগুলো সেচ্ছাসেবী কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয় এবং সংগঠনের সাথে সদস্যদের সম্পৃক্ততায় উৎসাহ প্রদান করে। ভবিষ্যতেও আমরা এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যেতে পারবো বলে আশা করছি। ”

সর্বোপরি, এলামনাই সদস্য, সাধারণ সদস্য এবং কমিটি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শীতকে বরণ করে নিতে একটি মুখরিত সন্ধ্যার আয়োজন ছিলো এটি।

Tag :

Please Share This Post in Your Social Media


নজরুল বিশ্ববিদ্যালয়ে রংধনুর শীত উৎসব পালন

Update Time : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন “রংধনু” র আয়োজনে গত ১৫ ডিসেম্বর, ২০২২ ইং তারিখে ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো শীতকালীন উংসব। প্রায় ৫০ জন সদস্যের অংশগ্রহণে মুখরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি শাহিনুর রহমান শিমুল,সাবেক সাধারণ সম্পাদক মাহজুবা ইসলাম মোহনা, বর্তমান সভাপতি ফাইজাহ্ ওমর তূর্ণা, বর্তমান সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার রনি। এছাড়াও ছিলেন রংধনুর এলামনাই সদস্যবৃন্দ।

নজরুল বিশ্ববিদ্যালয়ে “রংধনু” এর যাত্রা শুরু হয় ২০১৮ সালে, ২০১ জন মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ শনাক্তকরণের সেবা দেওয়ার মাধ্যমে। পরবর্তীতে রক্তদানের এ সেবার ধারাবাহিকতায় এখনও পর্যন্ত প্রায় ৮০০ জন মানুষকে জরুরী মুহূর্তে রক্তদানের সেবা দিয়েছে সংগঠনটি। এ বছর শীতের আবহকে বরণ করে নিতে সদস্যদের সাথে একটি আনন্দময় সন্ধ্যা কাটালো “রংধনু”। আড্ডা, খেলাধুলা, ফটোসেশন সহ রান্না ও খাওয়ার ব্যবস্থা ছিলো অনুষ্ঠানটিতে। এর পাশাপাশি আগত শীতে আর্ত মানবতার সেবায় আসন্ন পদক্ষেপ এবং তার বাস্তবায়নের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়েও আলোচনা সম্পন্ন হয়েছে। সর্বোপরি যেন আনন্দ, আড্ডা এবং আলোচনার সংমিশ্রণে পরিপূর্ণ একটি আয়োজন এটি। আয়োজন সম্পর্কে ” রংধনু” র সাবেক সভাপতি শাহিনুর রহমান শিমুল বলেন, “আজকের মতো এইরকম স্বতঃস্ফূর্ত আয়োজন যেমন সংগঠনের সাথে সদস্যদের সম্পৃক্ততাকে আরও জোরদার করে, তেমনি পারস্পরিক বন্ধনকেও আরও দৃঢ় করে।” এছাড়াও অনুষ্ঠান সম্পর্কে সংগঠনটির বর্তমান সভাপতি ফাইজাহ্ ওমর তূর্ণা বলেন, ” এধরণের অনুষ্ঠানগুলো সেচ্ছাসেবী কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয় এবং সংগঠনের সাথে সদস্যদের সম্পৃক্ততায় উৎসাহ প্রদান করে। ভবিষ্যতেও আমরা এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যেতে পারবো বলে আশা করছি। ”

সর্বোপরি, এলামনাই সদস্য, সাধারণ সদস্য এবং কমিটি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শীতকে বরণ করে নিতে একটি মুখরিত সন্ধ্যার আয়োজন ছিলো এটি।