‘নিরিখ’ আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলন শুরু ৯ নভেম্বর

  • Update Time : ০২:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / 214

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)
‘সাহিত্যে সমকাল,সমকালের সাহিত্য’ এই প্রতিপাদ্যে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘নিরিখ তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’। আগামী ৯ই নভেম্বর এ সম্মেলন শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর।

সোমবার ( ৭ই নভেম্বর ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের সাংগঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বুধবার ( ৯ নভেম্বর) সকাল ৯ টায় সম্মেলনের উদ্ধোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মহম্মদ নূরুল হুদা। এদিন সাহিত্যে সমকাল নিয়ে স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ আযম এবং আটটি অধিবেশনে সাহিত্য, শিল্প, সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বিভিন্ন আলোচক।

সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সমকালের সাহিত্য নিয়ে স্বাগত বক্তব্য রাখবেন কথাশিল্পী মনোচিকিৎসক মামুন হুসাইন। এদিনও আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন প্রবন্ধ, উপন্যাস ছোটগল্প নিয়ে আলোচনা হবে ।

দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ,ভারত ও নেপালের ৫৮ জন প্রাবন্ধিক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, সহকারী অধ্যাপক মোসা. শামসুন নাহার ও পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মীর রেজাউল করিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য’-এ স্লোগানকে সামনে রেখে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় নিরিখ সাহিত্য বিষয়ক পত্রিকা। সাহিত্য চর্চা এবং সমালোচনার মাধ্যমে সাহিত্যকদের উৎসাহিত করার লক্ষে ২০১৭ সাল থেকে আয়োজন করে আসছে নিরিখ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন।

Tag :

Please Share This Post in Your Social Media


‘নিরিখ’ আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলন শুরু ৯ নভেম্বর

Update Time : ০২:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)
‘সাহিত্যে সমকাল,সমকালের সাহিত্য’ এই প্রতিপাদ্যে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘নিরিখ তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’। আগামী ৯ই নভেম্বর এ সম্মেলন শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর।

সোমবার ( ৭ই নভেম্বর ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের সাংগঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বুধবার ( ৯ নভেম্বর) সকাল ৯ টায় সম্মেলনের উদ্ধোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মহম্মদ নূরুল হুদা। এদিন সাহিত্যে সমকাল নিয়ে স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ আযম এবং আটটি অধিবেশনে সাহিত্য, শিল্প, সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বিভিন্ন আলোচক।

সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সমকালের সাহিত্য নিয়ে স্বাগত বক্তব্য রাখবেন কথাশিল্পী মনোচিকিৎসক মামুন হুসাইন। এদিনও আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন প্রবন্ধ, উপন্যাস ছোটগল্প নিয়ে আলোচনা হবে ।

দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ,ভারত ও নেপালের ৫৮ জন প্রাবন্ধিক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, সহকারী অধ্যাপক মোসা. শামসুন নাহার ও পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মীর রেজাউল করিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য’-এ স্লোগানকে সামনে রেখে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় নিরিখ সাহিত্য বিষয়ক পত্রিকা। সাহিত্য চর্চা এবং সমালোচনার মাধ্যমে সাহিত্যকদের উৎসাহিত করার লক্ষে ২০১৭ সাল থেকে আয়োজন করে আসছে নিরিখ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন।