ঢাবিতে ১ জুলাই থেকে ‘দায়িত্ববোধ ও জবাবদিহিতা’ বাড়াতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু

  • Update Time : ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 202

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষকদের ‘দায়িত্ববোধ ও জবাবদিহিতা’ বাড়াতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতির অনুমোদন করা হয়েছে।

আগামী ২০২৩ সালের ১ জুলাই থেকে এটি শুরু করা হবে। এর মাধ্যমে কোর্স শেষে শিক্ষককে পাঁচ পয়েন্টের ভিত্তিতে মূল্যায়ন করতে পারবেন শিক্ষার্থীরা ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।

ড. আবদুল বাছির বলেন, ‘শিক্ষক মূল্যায়ন পদ্ধতির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

তবে এর আগে বিভাগ থেকে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, শিক্ষকদেরও ওরিয়েন্টেশন লাগবে। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আরও নিবিড় হতে পারবে। এরফলে আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এ প্রসঙ্গে বলেন, ‘এটিকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে নিয়েছি। সারা বছর শিক্ষার্থীকে পড়ানো শেষে তাকে ঠিকভাবে পড়াতে পেরেছি কি-না এর মাধ্যমে তা জানতে পারবো।’

ফার্মেসি অনুষদের ডিন আরও বলেন, ‘শিক্ষার্থীরা কোর্স অথবা বছর শেষে শিক্ষককে ৫ পয়েন্টে মূল্যায়ন করবে। ১ পয়েন্ট সর্বনিম্ন এবং ৫ পয়েন্ট ‘সবচেয়ে ভালো’ শিক্ষক হিসেবে ধরা হবে। এতে শিক্ষার্থীদের পরিচয় গোপন থাকবে বলে জানান তিনি।’

উল্লেখ্য, গত ১২ অক্টোবর একাডেমিক কাউন্সিলের এক সভায় প্রাথমিকভাবে বিষয়টির সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে ১ জুলাই থেকে ‘দায়িত্ববোধ ও জবাবদিহিতা’ বাড়াতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু

Update Time : ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষকদের ‘দায়িত্ববোধ ও জবাবদিহিতা’ বাড়াতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতির অনুমোদন করা হয়েছে।

আগামী ২০২৩ সালের ১ জুলাই থেকে এটি শুরু করা হবে। এর মাধ্যমে কোর্স শেষে শিক্ষককে পাঁচ পয়েন্টের ভিত্তিতে মূল্যায়ন করতে পারবেন শিক্ষার্থীরা ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।

ড. আবদুল বাছির বলেন, ‘শিক্ষক মূল্যায়ন পদ্ধতির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

তবে এর আগে বিভাগ থেকে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, শিক্ষকদেরও ওরিয়েন্টেশন লাগবে। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আরও নিবিড় হতে পারবে। এরফলে আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এ প্রসঙ্গে বলেন, ‘এটিকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে নিয়েছি। সারা বছর শিক্ষার্থীকে পড়ানো শেষে তাকে ঠিকভাবে পড়াতে পেরেছি কি-না এর মাধ্যমে তা জানতে পারবো।’

ফার্মেসি অনুষদের ডিন আরও বলেন, ‘শিক্ষার্থীরা কোর্স অথবা বছর শেষে শিক্ষককে ৫ পয়েন্টে মূল্যায়ন করবে। ১ পয়েন্ট সর্বনিম্ন এবং ৫ পয়েন্ট ‘সবচেয়ে ভালো’ শিক্ষক হিসেবে ধরা হবে। এতে শিক্ষার্থীদের পরিচয় গোপন থাকবে বলে জানান তিনি।’

উল্লেখ্য, গত ১২ অক্টোবর একাডেমিক কাউন্সিলের এক সভায় প্রাথমিকভাবে বিষয়টির সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ।