রাবির সাবেক অধ্যাপক কায়েস উদ্দিন আর নেই

  • Update Time : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / 184

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. কায়েস উদ্দিন মারা গেছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালাইমারীর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। বাদ এশা রাবি কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের গোরস্থনে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, অধ্যাপক মো. কায়েস উদ্দিন ১৯৩৭ সালে চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। কৃতিত্বপূর্ণ ফলের তিনি স্বর্ণপদক লাভ করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৭৬ সালে সদ্য প্রতিষ্ঠিত প্রাণরসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন ও প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি কমনওয়েথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং ১৯৭৪ সালে লন্ডন ইম্পেরিয়াল কলেজ থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি দুই দফায় রাবি বিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রবন্ধ দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত হয়।

এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

Please Share This Post in Your Social Media


রাবির সাবেক অধ্যাপক কায়েস উদ্দিন আর নেই

Update Time : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. কায়েস উদ্দিন মারা গেছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালাইমারীর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। বাদ এশা রাবি কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের গোরস্থনে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, অধ্যাপক মো. কায়েস উদ্দিন ১৯৩৭ সালে চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। কৃতিত্বপূর্ণ ফলের তিনি স্বর্ণপদক লাভ করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৭৬ সালে সদ্য প্রতিষ্ঠিত প্রাণরসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন ও প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি কমনওয়েথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং ১৯৭৪ সালে লন্ডন ইম্পেরিয়াল কলেজ থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি দুই দফায় রাবি বিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রবন্ধ দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত হয়।

এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।