রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এক বহিরাগত আটক
- Update Time : ০৭:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / 183
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশিউর আলম মেহেদী নামে এক শিক্ষার্থীকে মরাধরের অভিযোগে একজনকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনে এ মারধরের ঘটনা ঘটে।
পরে আশেপাশের শিক্ষার্থীরা তাকে আটক করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও চন্দ্রিমা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়।
অভিযুক্তের নাম সুলতান মোহাম্মদ আল নূর। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাশ করেছেন। নগরীর লক্ষীপুর এলাকার বাসিন্দা তিনি।
ভুক্তভোগীর জানান, আমি আমার থিউরি ক্লাস শেষ করে ওরিয়েন্টাল ক্লাসে এসে দেখি সে (অভিযুক্ত) বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছে। এর এক পর্যয়ে আমাকে এবং আমার বান্ধুবি পিংকি কে ডাকে এবং অতর্কীত আমার উপর হামলা শুরু করে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সাথে একই বিভাগের এক মেয়ের প্রেমের সম্পর্ক আছে। অভিযুক্ত আল নূরও ওই মেয়েকে পছন্দ করে। তা সহ্য করতে না পেরে সে ভুক্তভোগীকে মারধর করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, বহিরাগতদের ঠেকাতে ক্যাম্পাসে আরো কঠোর ব্যবস্থা করা হবে। অভিযুক্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা সবার সাথে আলোচনা করছি।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।