রাবি সোহরাওয়ার্দী হলের নতুন প্রাধ্যক্ষ ড. জাহাঙ্গীর হোসেন
- Update Time : ১১:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / 161
আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।
রোববার উপাচার্যের এক আদেশে তাকে তিন বছরের জন্য নিয়োগ দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।
এদিন দুপুরে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. মির্জা হুমায়ুন কবীর রুবেলের হাত থেকে নতুন দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণ শেষে তিনি বলেন, ‘আমি প্রথমবার কোন প্রশাসনিক দায়িত্ব পেলাম। এজন্য উপাচার্য স্যারকে ধন্যবাদ। হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও আবাসিক শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করব। সেই সাথে হলের বিভিন্ন সমস্যা এবং নান্দনিক সৌন্দর্য বর্ধনের বিষয়ে কাজ করে যাব ইনশাল্লাহ।’
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন ১৯৮০ সালের ১ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলার সদর উপজেলার মুক্তারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তরুণ এই ফোকলোর গবেষক স্থানীয় মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি এবং ১৯৯৭ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ থেকে অনার্স এবং ২০০৩ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
তিনি ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রভাষক পদে যোগদান করেন এবং ২০০৯ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটি’র একজন সদস্য। জাতীয় ও আন্তর্জাতিক গ্রন্থ ও জার্নালে তার ২০টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়।