রাবিতে সান্ধ্য আইন বাতিলের দাবিতে হলের সামনে ছাত্রীদের অবস্থান
- Update Time : ০৭:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / 140
আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:
সান্ধ্য আইন ও হলে ডাইনিংয়ে বাধ্যতামূলক খাওয়া বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের ছাত্রীরা।
শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হলের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে। সন্ধ্যা পৌনে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছে।
আন্দোলনে শিক্ষার্থীরা ‘সান্ধ্য আইন মানি না, মানবো না’ ও ‘ডাইনিংয়ের পচা খাবার খাবো না, খাবো না’ বলে স্লোগান দেন।
ছাত্রীদের অভিযোগ, ডাইনিংয়ে দাম বেশি নিয়েও মানসম্মত খাবার পরিবেশন করা হয় না।
হল সূত্রে জানা যায়, হল প্রশাসন সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে ডাইনিংয়ে খেতে বাধ্য করেছে। অন্যথায় তাদের সিট বাতিল করা হবে বলে জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক আবাসিক ছাত্রী বলেন, মেয়েদের ডাইনিং খেতে হবে অন্যথায় সিট বাতিল করা হবে। খাবারের দাম কমানো হবে কিছুদিনের মধ্যে। কিন্তু দাম কমানো হয় নি, খাবারের মানও খারাপ। তাই আমরা আন্দোলন করছি। এছাড়া আমরা সান্ধ্য আইন বাতিল চাই।
এ সময় তাদের হাতে – ‘প্রাধ্যক্ষের কথার যুক্তি চাই’’সন্ধাকালীন আইন মানি না’; ‘ছিট ছাড়ার হুমকি কেন?’ ‘সমস্যা হলেই গণরুম ছাড়ার হুমকি কেন’?’ডাইনিং এ না খেলে সিট বাতিল হবে কেন?’‘ডাইনিংয়ের খাবার মান সম্মত না’; ‘ডাইনিংয়ের খাবার খাওয়া বাধ্যতামূলক কেন?’ ইত্যাদি লিখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এ বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহলকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।