ঢাবির সুফিয়া কামাল হলে আগুন
- Update Time : ১০:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / 157
ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে ধারণা করছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে হলের প্রদীপ্ত বিল্ডিংয়ের নয় তলার একটি রুমে প্রথমে আগুন লাগে। পরে এই আগুন কয়েকটি রুমে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২০ মিনিট পর সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতী শহীদ আশা বলেন, ৯টা ১০ মিনিটের দিকে নবম তলায় আগুন লাগে। ওই রুমটি আগে থেকেই বন্ধ ছিল। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিস আসছে। তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।
Tag :