বরিশাল প্রতিনিধি:
বরিশালে হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে উন্নত আবাসনের জন্য ১৫০টি পরিবার পাচ্ছে বহুতল ভবনে একটি করে সরকারি ফ্ল্যাট। এরই লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বাস্তবায়নে নগরীর আমিরকুটির ও কাউনিয়া এলাকার সেবক কলোনীতে (হরিজন পল্লীতে) নির্মাণ করা হয়েছে ৬তলা বিশিষ্ট তিনটি বহুতল ভবন।
বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সেবক কলোনী নির্মাণ প্রকল্পের আওতায় হরিজন সম্প্রদায়ের (ডোম, হেলা, হরি ও সুইপার) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য ২২ কোটি ৭০ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট তিনটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। তিনটি ভবনের মধ্যে আমিরকুটির এলাকার সেবক কলোনিতে ৪৪টি ফ্ল্যাট এবং কাউনিয়া এলাকার দুইটি ভবনে ৪৮ করে মোট ১৪০টি ফ্ল্যাট হলেও প্রায় ১৫০টি পরিবারের জন্য থাকার ব্যবস্থা থাকবে।
আরো জানা গেছে, ভবনের প্রতি তলায় ৩ হাজার ৮২২ বর্গফুট আয়তনে ৮ টি ফ্ল্যাট এবং প্রতি ফ্ল্যাটের আয়তন হবে ৪৭৭ দশমিক ৭৫ বর্গফুট।
এছাড়াও এই প্রকল্পের আওতায় তাদের ব্যবহারের জন্য আরসিসি ঘাটলা, রিটেইনিং ওয়াল, অফিস স্টেশনারী ও অন্যান্য আনুষঙ্গিক উপাদান রয়েছে।
আমিরকুটির হরিজন সম্প্রদায়ের সেবক কলোনীর সভাপতি সুমন দাস বলেন, ‘আমরা জন্মের পর থেকেই দুঃখ-কষ্টে জীবনযাপন করে আসছি। বন্যা হলে মা-বাবা,স্ত্রী-সন্তান নিয়ে পানির ভিতরে থাকছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কথা চিন্তা করে মেয়র সাদিক আব্দুল্লাহ ভাই’র মাধ্যমে এই বিল্ডিং তৈরি করে উপহার দিয়েছেনে। এতে আমাগো জীবনমান। আরো ভালো হবে। কোন কষ্ট থাকবে না। তাই প্রধানমন্ত্রী ও মেয়র সাদিক আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই।’
ভবন নির্মাণ ও ফ্ল্যাটের বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের নিবার্হী প্রকৌশলী আবুল বাশার বলেন, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্যারের নির্দেশ ও তদারকিতে পরিচ্ছন্নতাকর্মীদের উন্নত আবাসনের জন্য ২২ কোটি ৭০ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট তিনটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।
এরই লক্ষ্যে রোববার (৮ নভেম্বর) দুপুরে নগরীর আমিরকুটির এলাকায় সেবক কলোনীতে নিজে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। শিগগিরই কাউনিয়া এলাকায় সেবক কলোনীতে নির্মিত দুটি ভবনের উদ্ধোধন করবেন মেয়র মহোদয়।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বরিশালে হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে উন্নত আবাসনের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই ভবনগুলো নির্মাণ কাজ বাস্তবায়ন করেছি। তাই প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় সকলে দোয়া করবেন।