রাবির আন্তর্জাতিক এবং ব্যবসা বিষয়ক সংঘের কমিটি ঘোষণা

  • Update Time : ০৪:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / 252

 

আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক এবং ব্যবসা বিষয়ক সংঘে মো. হাসিবুল হাসান প্রেসিডেন্ট এবং শাহরিমা আরেফিন কেয়াকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করে নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির সকল সদস্যদের দেওয়া ভোটে এ কমিটি গঠিন করা হয়েছে। কমিটির সকল সদস্যই সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য।

এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যরা হলেন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তানজিলা আকতার কলি, জয়েন্ট সেক্রেটারি ফারহানা আফরোজ রিনি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কোহেলী আক্তার, অর্গানাইজিং সেক্রেটারি শুভ কুমার দে, ট্রেজারার রকিবুল ইসলাম শুভ, পাবলিকেশন সেক্রেটারি মো. জাহিদ হাসান আকন্দ এবং অফিস সেক্রেটারি সাবরিনা শ্যামা।

নতুন কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, নতুন দায়িত্ব এবং সকলের ভালোবাসা পেয়ে গর্বিত এবং আনন্দিত। তারা সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে আশাবাদী। তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সংগঠনকে এগিয়ে নিতে। তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

এক্সিকিউটিভ কমিটির পর গঠন করা হয়েছে সাব-এক্সিকিউটিভ কমিটি এবং এর দায়িত্বে আছেন চার জন ডিরেক্টর। তারা হলেন, জোহরা ইসলাম, সিদরাতুল মুনতাহা, জাকারিয়া হোসেন এবং আব্দুল্লাহ আহমাদ।

সংগঠনটির নতুন উন্নীত কিছু এ্যাসোসিয়েট মেম্বারদের নিয়ে ছয়টি টিমে ভাগ করা হয়েছে। টিমগুলো হলো, ডকুমেন্টেশন, গ্রাফিক্স, অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।

নতুন কমিটিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে পূর্বের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে বোর্ড অফ ট্রাস্টি।

বোর্ড অফ ট্রাস্টির সদস্যদের কাছে নতুন কমিটি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন , সংগঠনের সকলের ভোটের ভিত্তিতে কমিটি নির্ধারিত হওয়ায় যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়েছে । নতুন কমিটি সংগঠনকে আরো অনেক দূর নিয়ে যাবে এই ব্যাপারে তারা আশাবাদী এবং যেকোনো প্রয়োজনে কমিটির পাশে থাকার আশাবাদ বক্ত করেন।

Please Share This Post in Your Social Media


রাবির আন্তর্জাতিক এবং ব্যবসা বিষয়ক সংঘের কমিটি ঘোষণা

Update Time : ০৪:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

 

আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক এবং ব্যবসা বিষয়ক সংঘে মো. হাসিবুল হাসান প্রেসিডেন্ট এবং শাহরিমা আরেফিন কেয়াকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করে নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির সকল সদস্যদের দেওয়া ভোটে এ কমিটি গঠিন করা হয়েছে। কমিটির সকল সদস্যই সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য।

এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যরা হলেন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তানজিলা আকতার কলি, জয়েন্ট সেক্রেটারি ফারহানা আফরোজ রিনি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কোহেলী আক্তার, অর্গানাইজিং সেক্রেটারি শুভ কুমার দে, ট্রেজারার রকিবুল ইসলাম শুভ, পাবলিকেশন সেক্রেটারি মো. জাহিদ হাসান আকন্দ এবং অফিস সেক্রেটারি সাবরিনা শ্যামা।

নতুন কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, নতুন দায়িত্ব এবং সকলের ভালোবাসা পেয়ে গর্বিত এবং আনন্দিত। তারা সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে আশাবাদী। তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সংগঠনকে এগিয়ে নিতে। তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

এক্সিকিউটিভ কমিটির পর গঠন করা হয়েছে সাব-এক্সিকিউটিভ কমিটি এবং এর দায়িত্বে আছেন চার জন ডিরেক্টর। তারা হলেন, জোহরা ইসলাম, সিদরাতুল মুনতাহা, জাকারিয়া হোসেন এবং আব্দুল্লাহ আহমাদ।

সংগঠনটির নতুন উন্নীত কিছু এ্যাসোসিয়েট মেম্বারদের নিয়ে ছয়টি টিমে ভাগ করা হয়েছে। টিমগুলো হলো, ডকুমেন্টেশন, গ্রাফিক্স, অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।

নতুন কমিটিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে পূর্বের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে বোর্ড অফ ট্রাস্টি।

বোর্ড অফ ট্রাস্টির সদস্যদের কাছে নতুন কমিটি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন , সংগঠনের সকলের ভোটের ভিত্তিতে কমিটি নির্ধারিত হওয়ায় যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়েছে । নতুন কমিটি সংগঠনকে আরো অনেক দূর নিয়ে যাবে এই ব্যাপারে তারা আশাবাদী এবং যেকোনো প্রয়োজনে কমিটির পাশে থাকার আশাবাদ বক্ত করেন।