কুবিতে পরীক্ষা শুরু, প্রাণবন্ত লাল-সবুজের আঙ্গিনা

  • Update Time : ০৭:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / 180

সাঈদ হাসান, কুবি প্রতিনিধি:

সুনসান নীরবতায় একবছরের বেশি সময় পার করলেও এবার প্রাণবন্ত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হাসি আড্ডার পাশাপাশি পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। সর্বত্রই দেখা মিলছে শিক্ষার্থীদের।

খোজ নিয়ে জানা যায়, করোনার কারণে গেল বছরের ১৭ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ হলেও একই বছরের ২০ ডিসেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নেওয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারী নির্দেশনায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয়। দীর্ঘ সময় পেরিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারো ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে ক্যাম্পাস ফেরত শিক্ষার্থীরা হারানো তারুণ্য ফিরে পেতে শুরু করেছে লাল পাহাড়ের সবুজে ঘেরা এই আঙিনায়। এতটা দিন যে সবুজ পাতাগুলো যত্রতত্র জীর্ণশীর্ণ ছড়ানো-ছিটানো ছিল, তা যেন পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে কাঁঠালতলা, মুক্তমঞ্চ, শহীদ মিনার, খেলার মাঠ, গোল চত্বরসহ আশেপাশের বিভিন্ন স্পট।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এম সাকিব বলেন দীর্ঘ অনেক দিন ক্যম্পাসের বাইরে ছিলাম। এ সময়টাকে মনে হয়েছে যেন বন্দী জীবন-যাপন করেছি। করোনা কালীন বন্ধেও বিভিন্ন প্রয়োজনে কয়েকবার ক্যাম্পাসে আসতে হয়েছে। তবে এবার ক্যাম্পাসকে একটু অন্য রকম লাগছে। এই লাল পাহাড়ের সবুজ চত্বরে পা রাখতেই মনে হচ্ছিল এখানকার প্রতিটি ইঞ্চি মাটি আমার আপন। এ ভূমি আমার। এ চত্বর আমার। হাজার বছরের পরিচিত। প্রাণের ক্যাম্পাসে ফিরে সত্যিই প্রাণ ফিরে পেলাম।’

এদিকে করোনাকালীন চূড়ান্ত পরীক্ষা নিতে গঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, পরীক্ষার হলগুলো জীবাণুমুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি একাডেমিক ভবনে চারজন ডিনের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু নেওয়া হচ্ছ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে কুবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হযেছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড.মো: আবু তাহের বলেন, যতটা সম্ভব জনসমাগম কমাতেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


কুবিতে পরীক্ষা শুরু, প্রাণবন্ত লাল-সবুজের আঙ্গিনা

Update Time : ০৭:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১

সাঈদ হাসান, কুবি প্রতিনিধি:

সুনসান নীরবতায় একবছরের বেশি সময় পার করলেও এবার প্রাণবন্ত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হাসি আড্ডার পাশাপাশি পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। সর্বত্রই দেখা মিলছে শিক্ষার্থীদের।

খোজ নিয়ে জানা যায়, করোনার কারণে গেল বছরের ১৭ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ হলেও একই বছরের ২০ ডিসেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নেওয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারী নির্দেশনায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয়। দীর্ঘ সময় পেরিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারো ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে ক্যাম্পাস ফেরত শিক্ষার্থীরা হারানো তারুণ্য ফিরে পেতে শুরু করেছে লাল পাহাড়ের সবুজে ঘেরা এই আঙিনায়। এতটা দিন যে সবুজ পাতাগুলো যত্রতত্র জীর্ণশীর্ণ ছড়ানো-ছিটানো ছিল, তা যেন পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে কাঁঠালতলা, মুক্তমঞ্চ, শহীদ মিনার, খেলার মাঠ, গোল চত্বরসহ আশেপাশের বিভিন্ন স্পট।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এম সাকিব বলেন দীর্ঘ অনেক দিন ক্যম্পাসের বাইরে ছিলাম। এ সময়টাকে মনে হয়েছে যেন বন্দী জীবন-যাপন করেছি। করোনা কালীন বন্ধেও বিভিন্ন প্রয়োজনে কয়েকবার ক্যাম্পাসে আসতে হয়েছে। তবে এবার ক্যাম্পাসকে একটু অন্য রকম লাগছে। এই লাল পাহাড়ের সবুজ চত্বরে পা রাখতেই মনে হচ্ছিল এখানকার প্রতিটি ইঞ্চি মাটি আমার আপন। এ ভূমি আমার। এ চত্বর আমার। হাজার বছরের পরিচিত। প্রাণের ক্যাম্পাসে ফিরে সত্যিই প্রাণ ফিরে পেলাম।’

এদিকে করোনাকালীন চূড়ান্ত পরীক্ষা নিতে গঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, পরীক্ষার হলগুলো জীবাণুমুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি একাডেমিক ভবনে চারজন ডিনের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু নেওয়া হচ্ছ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে কুবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হযেছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড.মো: আবু তাহের বলেন, যতটা সম্ভব জনসমাগম কমাতেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে।