জাককানইবি ক্যারিয়ার ক্লাবে শুরু হল “ক্র্যাক দ্যা ইন্টারভিউ বোর্ড” প্রতিযোগিতা
- Update Time : ০৯:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / 201
মো : শুভ ইসলাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকুরী বাজারে দক্ষ করে তুলতে ও কর্পোরেট সেক্টরের ধারণাকে সমৃদ্ধ করার প্রয়াসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব “ক্র্যাক দ্যা ইন্টারভিউ বোর্ড” নামক সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই প্রতিযোগিতার মাধ্যমে ক্লাবের সদস্যরা সরাসরি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে নিজেদের সিভি মূল্যায়ণের ও সিভি সম্পর্কে ধারণা লাভের সুবর্ণ সুযোগ পাবে যা সদস্যদেরকে ভবিষ্যতের কর্মজীবনে একধাপ এগিয়ে রাখবে। প্রতিযোগিতা শুরু হয়েছে ১লা এপ্রিল,২০২১ তারিখ এবং অংশগ্রহণের সময়সীমা শেষ হবে ৬ই এপ্রিল,২০২১ তারিখ।
উক্ত প্রতিযোগিতা শুধুমাত্র জাককানইবি ক্যারিয়ার ক্লাবের সদস্যদের জন্য অনুষ্ঠিত হচ্ছে।প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।প্রথম ধাপে ক্লাবের সদস্যবৃন্দের সিভি জমা নেয়া হবে,দ্বিতীয় ধাপে দলগতভাবে ইন্টারভিউ গ্রহণ এবং চূড়ান্ত ধাপে ইন্ডাস্ট্রি হিউম্যান রিসোর্স এক্সপার্ট দ্বারা পৃথকভাবে সদস্যদের ইন্টারভিউ গ্রহণ করা হবে।
উক্ত প্রতিযোগিতায় শীর্ষ তিনজন বিজয়ীকে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হবা।সেইসাথে চূড়ান্ত ধাপের সেরা ১০ জনকে প্রশংসাপত্র প্রদান করা হবে। প্রতিযোগিতার চূড়ান্ত ধাপ অনুষ্ঠিত হবে ১৬ই এপ্রিল,২০২১ তারিখ। উল্লেখ্য,জাককানইবি ক্যারিয়ার ক্লাব সদস্যদের মান উন্নয়নে ও দক্ষতা বৃদ্ধিতে বছরব্যাপী বিভিন্ন বিষয়ে ওয়েবিনার,কর্মশালা,সেমিনার,প্রেজেন্টেশন,বক্তৃতা সহ প্রভৃতি প্রোগ্রামের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিতায় এই “ক্র্যাক দ্যা ইন্টারভিউ বোর্ড” আয়োজন করা হয়েছে যেখানে সদস্যরা স্নাতক পড়াকালীন সময়েই প্রফেশনাল ভাইভা বোর্ডের অভিজ্ঞতা লাভ করতে পারবে।