১৪৮ পেরিয়ে ১৪৯ বছরে পা রাখলেন দেশসেরা রাজশাহী কলেজ
- Update Time : ০১:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / 184
অনুপ চক্রবর্তী:
১৮৭৩ সালে ৬ জন ছাত্র নিয়ে রাজশাহী তে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার বয়স এখন ১৪৯ বছর।
এ দীর্ঘ পথযাত্রায় বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৬ হাজার। রাজশাহী কলেজ মানেই ঐতিহ্যের ছোঁয়া। কলেজের প্রবেশদ্বার থেকে মাথা উঁচু করে সামনে তাকালেই বোঝা যায় এ কলেজ ১৪৯ বছরের স্বাক্ষী বহন করে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাস জড়িয়ে আছে রাজশাহী কলেজের নাম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরপর ৪ বার কলেজটি দেশসেরা কলেজের খেতাব অর্জন করে এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষা সপ্তাহে ২০১৬ থেকে ২০১৯ পরপর চারবার সেরা কলেজের মুকুট অর্জন করে ।
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতিক ঘটক থেকে শুরু করে পঞ্চ কবির অন্যতম রজনীকান্ত সেন, সাহিত্যিক অক্ষয় কুমার মৈত্রয় , পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামরুজ্জামান এই কলেজের ছাত্র ছিলেন।
ইতিমধ্যে কলেজটি মডেল কলেজের স্বীকৃতি পেয়েছেন। করোনা মহামারীর কারণে এ বছর সীমিত পরিসরে কলেজের জন্মদিন পালন করছেন কলেজ প্রশাসন।