জবিতে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন
- Update Time : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / 269
মার্চের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সকল একাডেমিক কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
.
রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা।
.
মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের সব যেখানে স্বাভাবিক। তখন বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে তামাশা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, তারা সবাই দেশের প্রথম সারির নাগরিক। তারা নিজেদের সুরক্ষার ব্যাপারে সচেতন।
.
দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব বলেন, সকল দাবি দাওয়া আদায়ে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়েছে, দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের গুরুত্ব দেন। সকল ক্ষেত্রে শিক্ষার্থীরা ভুগছে। জবির শিক্ষার্থীদের সকল কিছুতে আন্দোলনে নামতে হয়। এমনকি আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতেও মাঠে নামতে হয়েছে।
.
এ সময় শিক্ষকদের ব্যাপারে তিনি বলেন, শিক্ষকেরা তো ঘরে বসে তাদের বেতন পাচ্ছেন, তাই শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই। মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মো জহির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিম্নবিত্ত, গরীব শিক্ষার্থীদের বিষ দিন, আমরা বিষ খেয়ে মরে যাই।
.
আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যত দ্রুত শেষ করব তত তাড়াতাড়ি বের হয়ে কিছুনা কিছু একটা করে পরিবারের পাশে দাড়াতে পারব।
Tag :