মানুষের কল্যাণে কাজ করাই আওয়ামী লীগের ঐতিহ্য: সুজিত রায় নন্দী

  • Update Time : ০১:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • / 167

যে কোনও দুর্যোগ এবং দুর্বিপাকে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করাই আওয়ামী লীগের ঐতিহ্য বলে দাবি করেছেন দলটির ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

সোমবার (২০ জুলাই) মুঠোফোনে ব্রেকিংনিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, প্রতিষ্ঠা লগ্নে থেকেই আওয়ামী লীগ দেশ ও জাতির মঙ্গলের জন্য করে যাচ্ছে। যে কোনও দুর্যোগে সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। দেশের রাজনীতির ইতিহাসের মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে আওয়ামী লীগ। দেশের প্রতিটি অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে রয়েছে। স্বাধিকার থেকে স্বাধীনতা এবং উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন।

তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে কাজ করছেন। তার কঠোর পরিশ্রম এবং দূরদর্শী নেতৃত্বে রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে।

আওয়ামী লীগের সুমান নষ্ট করতে নানামূখি ষড়যন্ত্র চলছে বলেও জানান আওয়ামী ত্রাণ সম্পাদক।  তিনি বলেন, সরকার ও আওয়ামী লীগের সুমান নষ্ট করতে নানামূখি ষড়যন্ত্র শুরু চলছে। আওয়ামী লীগের চেতনার বিরোধীরা কৌশলে দলে অনুপ্রবেশ করছে। এদের চিহ্নিত করে দল থেকে বেড় করে দেয়া হবে। অনুপ্রবেশকারীরা দল ও দেশের জন্য ক্ষতি কর। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

এই বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে বলে জানান তিনি। একই সাথে এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শও দেন আওয়ামী লীগের এই নেতা।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যার্তদের জন্য আওয়ামী লীগ কি কি কাজ করছে জানতে চাইলে সুজিত রায় নন্দী বলেন, করোনার মাঝে বন্যায় সাধারণ মানুষের চরম দুর্দিন, দুর্দশা, খাদ্যাভাব ও নানা রোগ-ব্যাধি দেখা দিতে পারে। তাই বন্যা যেন কোনো সংকট তৈরি না হয় সেজন্য কঠোর পরিশ্রম করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেও অগ্রিম নির্দেশনা দিয়েছেন তিনি। নেত্রীর এমন নির্দেশনার পর চলমান করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বন্যাকবলিত এলাকাগুলোর প্রতিটি মানুষের পাশে দাড়াতে প্রস্তুত আওয়ামী লীগের সকল ইউনিটির নেতাকর্মীরা। এজন্য বন্যার সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয় পর্যায় থেকে মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিটি নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে রয়েছে। বন্যার্তদের বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দিচ্ছেন। শুধু করোনা ও বন্যা নয়, এর আগেও খরা, জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, পাহাড় ধস ও নদী ভাঙনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে দেশবাসীর পাশে ছিল।

প্রাকৃতিক দুর্যোগে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে আওয়ামী লীগের অনেক নেতা মৃত্যুবরণ করেছেন। অথচ বিএনপি-জামায়াতসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দেশের যে কোনো দুর্যোগ ও দুর্বিপাকে দেশের মানুষের পাশে থাকেনি। বরং তারা বার বার আওয়ামী লীগের নেতৃত্বধীন সরকারের সমালোচনায় ব্যস্ত থাকছেন।

সরকার ও আওয়ামী লীগের সমালোচনা বন্ধ রেখে রাজনৈতিক দলগুলোকে করোনা ও বন্যার্তদের পাশে দাঁড়নোরও আহ্বান জানান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

Tag :

Please Share This Post in Your Social Media


মানুষের কল্যাণে কাজ করাই আওয়ামী লীগের ঐতিহ্য: সুজিত রায় নন্দী

Update Time : ০১:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০

যে কোনও দুর্যোগ এবং দুর্বিপাকে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করাই আওয়ামী লীগের ঐতিহ্য বলে দাবি করেছেন দলটির ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

সোমবার (২০ জুলাই) মুঠোফোনে ব্রেকিংনিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, প্রতিষ্ঠা লগ্নে থেকেই আওয়ামী লীগ দেশ ও জাতির মঙ্গলের জন্য করে যাচ্ছে। যে কোনও দুর্যোগে সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। দেশের রাজনীতির ইতিহাসের মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে আওয়ামী লীগ। দেশের প্রতিটি অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে রয়েছে। স্বাধিকার থেকে স্বাধীনতা এবং উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন।

তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে কাজ করছেন। তার কঠোর পরিশ্রম এবং দূরদর্শী নেতৃত্বে রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে।

আওয়ামী লীগের সুমান নষ্ট করতে নানামূখি ষড়যন্ত্র চলছে বলেও জানান আওয়ামী ত্রাণ সম্পাদক।  তিনি বলেন, সরকার ও আওয়ামী লীগের সুমান নষ্ট করতে নানামূখি ষড়যন্ত্র শুরু চলছে। আওয়ামী লীগের চেতনার বিরোধীরা কৌশলে দলে অনুপ্রবেশ করছে। এদের চিহ্নিত করে দল থেকে বেড় করে দেয়া হবে। অনুপ্রবেশকারীরা দল ও দেশের জন্য ক্ষতি কর। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

এই বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে বলে জানান তিনি। একই সাথে এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শও দেন আওয়ামী লীগের এই নেতা।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যার্তদের জন্য আওয়ামী লীগ কি কি কাজ করছে জানতে চাইলে সুজিত রায় নন্দী বলেন, করোনার মাঝে বন্যায় সাধারণ মানুষের চরম দুর্দিন, দুর্দশা, খাদ্যাভাব ও নানা রোগ-ব্যাধি দেখা দিতে পারে। তাই বন্যা যেন কোনো সংকট তৈরি না হয় সেজন্য কঠোর পরিশ্রম করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেও অগ্রিম নির্দেশনা দিয়েছেন তিনি। নেত্রীর এমন নির্দেশনার পর চলমান করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বন্যাকবলিত এলাকাগুলোর প্রতিটি মানুষের পাশে দাড়াতে প্রস্তুত আওয়ামী লীগের সকল ইউনিটির নেতাকর্মীরা। এজন্য বন্যার সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয় পর্যায় থেকে মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিটি নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে রয়েছে। বন্যার্তদের বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দিচ্ছেন। শুধু করোনা ও বন্যা নয়, এর আগেও খরা, জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, পাহাড় ধস ও নদী ভাঙনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে দেশবাসীর পাশে ছিল।

প্রাকৃতিক দুর্যোগে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে আওয়ামী লীগের অনেক নেতা মৃত্যুবরণ করেছেন। অথচ বিএনপি-জামায়াতসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দেশের যে কোনো দুর্যোগ ও দুর্বিপাকে দেশের মানুষের পাশে থাকেনি। বরং তারা বার বার আওয়ামী লীগের নেতৃত্বধীন সরকারের সমালোচনায় ব্যস্ত থাকছেন।

সরকার ও আওয়ামী লীগের সমালোচনা বন্ধ রেখে রাজনৈতিক দলগুলোকে করোনা ও বন্যার্তদের পাশে দাঁড়নোরও আহ্বান জানান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।