বই দিয়ে দেনমোহর: জ্ঞানের আলো ছড়াতে চান অনুরণন-মোজাহিদুল

  • Update Time : ০৯:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / 47

এরফান হোছাইন:

সাদামাটা বিয়ে, দেনমোহর ১ লাখ টাকা। কিন্তু সেই টাকা নগদ অর্থে নয়, বরং জ্ঞানের আলো ছড়ানোর প্রতিশ্রুতিতে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনুরণন সিফাত এবং প্রকৌশলী মোজাহিদুল ইসলাম রাকিব এই অনন্য উদ্যোগের মাধ্যমে সমাজে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
২৯ জুন কক্সবাজারের ইস্টিশন বুক স্টলে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। বিয়ের দলিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, দেনমোহর হিসেবে ১ লাখ টাকা ব্যয় করে ১০টি স্কুলে লাইব্রেরি গড়ে তুলতে হবে।

অনুরণন বলেন, “প্রথাগতভাবে আর্থিক ও সামাজিক নিরাপত্তা ভেবে দেনমোহর নির্ধারণ করা হয়। আমার আপত্তি ছিলÑ বিশেষত সোনাদানা বা অর্থের বিনিময়। বন্ধনটা তো আসলে হৃদয়ের, নিজেদের মধ্যে বোঝাপড়ার। সেখানে ধরবাঁধা নিয়ম থাকা উচিত নয়।”

এই উদ্যোগের মাধ্যমে ১০টি স্কুলের শিক্ষার্থীরা নতুন বইয়ের সাথে পরিচিত হতে পারবে। তাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে।

অনুরণন-মোজাহিদুল দম্পতি ভবিষ্যতে আরও বেশি স্কুলে লাইব্রেরি গড়ে তুলতে চান। তারা আশা করেন, তাদের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

সমাজে ক্রমবর্ধমান বৈষম্য ও অসমতার প্রেক্ষাপটে অনুরণন-মোজাহিদুলের এই উদ্যোগ একটি আশার আলো। জ্ঞানের আলো ছড়িয়ে তারা সমাজের উন্নয়নে অবদান রাখতে চান।

Tag :

Please Share This Post in Your Social Media


বই দিয়ে দেনমোহর: জ্ঞানের আলো ছড়াতে চান অনুরণন-মোজাহিদুল

Update Time : ০৯:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

এরফান হোছাইন:

সাদামাটা বিয়ে, দেনমোহর ১ লাখ টাকা। কিন্তু সেই টাকা নগদ অর্থে নয়, বরং জ্ঞানের আলো ছড়ানোর প্রতিশ্রুতিতে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনুরণন সিফাত এবং প্রকৌশলী মোজাহিদুল ইসলাম রাকিব এই অনন্য উদ্যোগের মাধ্যমে সমাজে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
২৯ জুন কক্সবাজারের ইস্টিশন বুক স্টলে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। বিয়ের দলিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, দেনমোহর হিসেবে ১ লাখ টাকা ব্যয় করে ১০টি স্কুলে লাইব্রেরি গড়ে তুলতে হবে।

অনুরণন বলেন, “প্রথাগতভাবে আর্থিক ও সামাজিক নিরাপত্তা ভেবে দেনমোহর নির্ধারণ করা হয়। আমার আপত্তি ছিলÑ বিশেষত সোনাদানা বা অর্থের বিনিময়। বন্ধনটা তো আসলে হৃদয়ের, নিজেদের মধ্যে বোঝাপড়ার। সেখানে ধরবাঁধা নিয়ম থাকা উচিত নয়।”

এই উদ্যোগের মাধ্যমে ১০টি স্কুলের শিক্ষার্থীরা নতুন বইয়ের সাথে পরিচিত হতে পারবে। তাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে।

অনুরণন-মোজাহিদুল দম্পতি ভবিষ্যতে আরও বেশি স্কুলে লাইব্রেরি গড়ে তুলতে চান। তারা আশা করেন, তাদের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

সমাজে ক্রমবর্ধমান বৈষম্য ও অসমতার প্রেক্ষাপটে অনুরণন-মোজাহিদুলের এই উদ্যোগ একটি আশার আলো। জ্ঞানের আলো ছড়িয়ে তারা সমাজের উন্নয়নে অবদান রাখতে চান।