দাবি আদায়ে শিক্ষকদের ষষ্ঠ দিনের মত অবস্থান কর্মসূচি

  • Update Time : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / 67

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো: আসাদুজ্জামানের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উভয়ের পদত্যাগ ও অপসারণের এক দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির কার্যকরী সদস্য আইনুল হক বলেন, ২৮ এপ্রিল ন্যক্করজনক যে ঘটনা ঘটেছে তা মেনে নেওয়ার নয়। আমরা একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। তবে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। যত দ্রুত আমাদের দাবি মানা হবে আমরা ক্লাসে ফিরে যাবো।

নতুন কোনো পদক্ষেপ কিংবা কর্মসূচি নেওয়া হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, অবস্থান কর্মসূচির পাশাপাশি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন পদক্ষেপ নিব।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর অমিত দত্ত, জাহিদ হাসান ও মোশাররফ হোসেন এবং আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকদের উপর হামলা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


দাবি আদায়ে শিক্ষকদের ষষ্ঠ দিনের মত অবস্থান কর্মসূচি

Update Time : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো: আসাদুজ্জামানের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উভয়ের পদত্যাগ ও অপসারণের এক দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির কার্যকরী সদস্য আইনুল হক বলেন, ২৮ এপ্রিল ন্যক্করজনক যে ঘটনা ঘটেছে তা মেনে নেওয়ার নয়। আমরা একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। তবে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। যত দ্রুত আমাদের দাবি মানা হবে আমরা ক্লাসে ফিরে যাবো।

নতুন কোনো পদক্ষেপ কিংবা কর্মসূচি নেওয়া হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, অবস্থান কর্মসূচির পাশাপাশি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন পদক্ষেপ নিব।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর অমিত দত্ত, জাহিদ হাসান ও মোশাররফ হোসেন এবং আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকদের উপর হামলা করা হয়।