ঢাবির জসীমউদ্দিন হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ
- Update Time : ০১:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / 109
জাননাহ, ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে ৷
সোমবার (৬ মে) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান এর উপস্থিতিতে জসীম উদ্দীন হল প্রাঙ্গণে— ডালিম, সোনালু, কৃষ্ণচূড়া, জাম, জামরুল, কামরাঙা, আতা, আম, লেবু, জাম্বুরা, কদবেল, চেরি, বরই, অর্জুনসহ নানা প্রজাতির ২৪টি ফলজ, ভেষজ ও সৌন্দর্য বর্ধক বৃক্ষ রোপণ করেছে ক্লাবটির সদস্যরা ।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়, প্রচণ্ড দাবদাহ শেষে যে প্রশান্তির প্রথম বৃষ্টিটি নেমে এলো ধরায়, বরিষ ধরা মাঝে শান্তির সেই প্রথম বারি-কেই স্বাগত জানিয়ে এই ‘মৌসুমের প্রথম বৃষ্টিতে বৃক্ষরোপণ’ কর্মসূচি।
পুরো আয়োজনটির নেপথ্যে শুরু থেকেই প্রধান তত্ত্বাবধায়কের ভূমিকায় ছিলেন, ক্লাবটির চিফ প্যাট্রোন কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান। এছাড়া সমন্বয়কের ভূমিকায় ছিলেন, ক্লাবটির আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া।
বৃক্ষরোপনের সময় ক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ মহোদয়, আবাসিক শিক্ষক, হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ হলের অন্যান্য সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে ক্লাবটির সভাপতি আরিফুল হাসান, সাধারণ সম্পাদক এনামুল হক, অর্থ সম্পাদক আরাফাতুল ওসমানীসহ অন্যরা বলেন- তীব্র দাবদাহ আমাদের আবারও শিখিয়ে গেল বৈশ্বিক উষ্ণায়ন ও ক্রমাগত জলবায়ু পরিবর্তনের এই ক্রান্তিকালীন সময়ে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা কখনোই ফুরোবার নয়; তার ওপর এতোদিন হল প্রাঙ্গনে তেমন ছায়া প্রদানকারী বড় গাছ না থাকায় প্রচণ্ড রোদ্রতাপে সকলের কষ্টের মাত্রা যেন বেড়েই চলছিলো! এবার হয়তো একটু দেরিতে হলেও শিক্ষার্থীরা এই বৃক্ষরোপনের সুফল ভোগ করবেন ।
উল্লেখ্য, বর্তমান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল মহোদয়ের নির্দেশে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ ও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে প্রতিটি হলেই একটি করে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবগুলোর কর্মকাণ্ডের অংশ হিসেবে পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরকে ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ড সংশ্লিষ্ট দুর্ঘটনা মোকাবিলায় প্রশিক্ষণ প্রদানসহ নানা প্রকার দুর্যোগের বিষয়েও সচেতনতামূলক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।