ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কুবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ

  • Update Time : ০৯:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / 61

কুবি সংবাদদাতা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা।

সোমবার (৬ মে) দুপুর ১২ ছাত্রলীগের ক্যাম্পাস গ্রুপের নেতাকর্মীরা এনায়েতের নেতৃত্বে ও রেজা ই এলাহীর গ্রুপের নেতাকর্মীরা ১ টায় বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে এ সমাবেশ করে। সমাবেশের পর ‘ইজরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘আমরা আছি লাখো ভাই ফিলিস্তিন ভয় নাই’ বিভিন্ন স্লোগানে মিছিল বের হয়। মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিন করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থীসমাজ, শিক্ষক ও সচেতন নাগরিগগণ সোচ্চার হয়েছে। বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ফিলিস্তিন রক্ষায় এগিয়ে আসুন। দখলদাররা যেভাবে শিশু নারী হত্যায় মেতে উঠেছে তা বিশ্বযুদ্ধের বিভীষিকাকে ও হার মানাচ্ছে।

সমাবেশের বিষয়ে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ আয়োজন করে।

Tag :

Please Share This Post in Your Social Media


ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কুবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ

Update Time : ০৯:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

কুবি সংবাদদাতা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা।

সোমবার (৬ মে) দুপুর ১২ ছাত্রলীগের ক্যাম্পাস গ্রুপের নেতাকর্মীরা এনায়েতের নেতৃত্বে ও রেজা ই এলাহীর গ্রুপের নেতাকর্মীরা ১ টায় বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে এ সমাবেশ করে। সমাবেশের পর ‘ইজরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘আমরা আছি লাখো ভাই ফিলিস্তিন ভয় নাই’ বিভিন্ন স্লোগানে মিছিল বের হয়। মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিন করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থীসমাজ, শিক্ষক ও সচেতন নাগরিগগণ সোচ্চার হয়েছে। বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ফিলিস্তিন রক্ষায় এগিয়ে আসুন। দখলদাররা যেভাবে শিশু নারী হত্যায় মেতে উঠেছে তা বিশ্বযুদ্ধের বিভীষিকাকে ও হার মানাচ্ছে।

সমাবেশের বিষয়ে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ আয়োজন করে।