নীলক্ষেতে সাত কলেজের ১৫ শিক্ষার্থী অসুস্থ
- Update Time : ০৪:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / 149
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারী সাত কলেজের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তার মধ্যে দুজন বিষ পান করেছে বলে দাবি তাদের। অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবিতে এই অবরোধ শুরু করেছেন তারা।
শিক্ষার্থীরা জানিয়েছে, ফল প্রকাশের দীর্ঘসূত্রিতার কারণে বিপাকে পড়েছেন তারা। এই দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসনকে নিতে হবে। সাত কলেজের সক্ষমতা না থাকা এবং নানামুখী সংকটের পরও বিশ্ববিদ্যালয় জোর করে সিজিপিএ শর্ত চাপিয়ে দিয়েছে। আন্দোলকারী শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন কালবেলাকে বলেন, আমাদের অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আমারা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নিচ্ছে না। আমাদের দাবি মেনে না নেওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। নীলক্ষেত মোড় অবরোধের কারণে মোড়কে ঘিরে সবগুলো সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন পথচারীরা।