ঢাবিতে প্রথমবারের মতো Effective Communication Skills শীর্ষক কর্মসূচি

  • Update Time : ১০:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • / 170

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ‘Effective Communication Skills’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ জুলাই (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.
আখতারুজ্জামান ।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের জন্য শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি এবং
প্রতিযোগিতামূলক চাকুরির বাজারে যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট
প্রতিষ্ঠা করা হয়েছে।

অসচ্ছল শিক্ষার্থীদের জীবন-মানের উন্নয়নেও এই ইউনিট কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি
আহ্বান জানান।

তিনি বলেন, কর্পোরেট জগতে শিক্ষার্থীদের আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার কৌশল শিখতে হবে। প্রযুক্তিগত জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি
আহ্বান জানান।

স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা ড. মো. রেজাউল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানেবাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান সরকার, ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (আইএসএসবি)’র
ডেপুটি প্রেসিডেন্ট লে. কর্ণেল তানভীর আহমেদ এবং আইডিন কনসাল্টিং এর প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক রিসোর্চ পারসন
হিসেবে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে প্রথমবারের মতো Effective Communication Skills শীর্ষক কর্মসূচি

Update Time : ১০:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ‘Effective Communication Skills’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ জুলাই (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.
আখতারুজ্জামান ।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের জন্য শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি এবং
প্রতিযোগিতামূলক চাকুরির বাজারে যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট
প্রতিষ্ঠা করা হয়েছে।

অসচ্ছল শিক্ষার্থীদের জীবন-মানের উন্নয়নেও এই ইউনিট কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি
আহ্বান জানান।

তিনি বলেন, কর্পোরেট জগতে শিক্ষার্থীদের আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার কৌশল শিখতে হবে। প্রযুক্তিগত জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি
আহ্বান জানান।

স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা ড. মো. রেজাউল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানেবাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান সরকার, ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (আইএসএসবি)’র
ডেপুটি প্রেসিডেন্ট লে. কর্ণেল তানভীর আহমেদ এবং আইডিন কনসাল্টিং এর প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক রিসোর্চ পারসন
হিসেবে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।