ভর্তি পরীক্ষার্থীদের সেবায় প্রস্তুত জাবির চাঁদপুরের শিক্ষার্থীরা

  • Update Time : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / 128

প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে চাঁদপুর জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনা মূল্যে আবাসন ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা নিয়ে প্রস্তুত রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র সদস্যরা।

প্রতি বছরের মতো এ বছরও চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থা, যাতায়াত দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরবর্তী ভর্তি প্রক্রিয়ার সেবা এবং চাঁদপুর জেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়াসহ বিভিন্ন বিষয়ে ভ্রাতৃত্বসুলভ সহযোগিতা করবে উক্ত সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ জয় বলেন, প্রতি বছরই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা চাঁদপুরের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে থাকি। গত বছরও ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থা করেছি। চাঁদপুরের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সেবা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। ভর্তি কার্যক্রম চলাকালে সংগঠনের নিজস্ব ব্যানারে চাঁদপুর থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা প্রদান করতে আমরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে টেন্ট স্থাপন করেছি। এছাড়াও ভর্তি পরীক্ষা চলাকালে চাঁদপুরের কোনো শিক্ষার্থী যাতে কোনো ধরনের র‌্যাগিং বা হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্কমূলক দৃষ্টি রাখছি। নিরাপদে রাত্রিযাপন, পরীক্ষার হল খুঁজে পাওয়া, প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করা ও পরীক্ষা শেষে নিরাপদে বাড়িতে পৌঁছানোসহ যাবতীয় বিষয়ে চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার চেষ্টা করে থাকি আমরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক তানবীর ইসলাম নিশাত বলেন, আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আমাদের সংগঠনের ফেসবুক পেজ অথবা নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করলে আবাসন ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ পাবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পরবর্তী সময়ে ক্যাম্পাসে এসে থাকা ও যাতায়াত ব্যবস্থার পাশাপাশি ভর্তির যাবতীয় প্রক্রিয়ায় নির্ভুলভাবে সম্পাদনে বিনা মূল্যে সার্বিক সহযোগিতা করে থাকবে আমাদের এই সংগঠনটি।

আবাসন ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ পাওয়া যাবে নিম্নোক্ত নম্বরগুলোতে। ফরিদ আহমেদ জয় (সভাপতি) ০১৬৮২৮৯৪৮০৩, ফয়জুল ইসলাম নিরব (সহ-সভাপতি) ০১৬২৫৯৩৪৮১৬, তানবীর ইসলাম নিশাত (সাধারণ সম্পাদক) ০১৭০৪৪৬৫৩৪৪, শান্ত জাবালি (যুগ্ম-সাধারণ সম্পাদক) ০১৮৬৪৩৭২২৪৮, আল আমিন বিজয় (সাংগঠনিক সম্পাদক) ০১৮৪৬১০৩৩৪২, নাঈম হাসান (সাংগঠনিক সম্পাদক) ০১৭৮৯৬২২৮২৮

Tag :

Please Share This Post in Your Social Media


ভর্তি পরীক্ষার্থীদের সেবায় প্রস্তুত জাবির চাঁদপুরের শিক্ষার্থীরা

Update Time : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে চাঁদপুর জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনা মূল্যে আবাসন ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা নিয়ে প্রস্তুত রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র সদস্যরা।

প্রতি বছরের মতো এ বছরও চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থা, যাতায়াত দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরবর্তী ভর্তি প্রক্রিয়ার সেবা এবং চাঁদপুর জেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়াসহ বিভিন্ন বিষয়ে ভ্রাতৃত্বসুলভ সহযোগিতা করবে উক্ত সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ জয় বলেন, প্রতি বছরই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা চাঁদপুরের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে থাকি। গত বছরও ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থা করেছি। চাঁদপুরের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সেবা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। ভর্তি কার্যক্রম চলাকালে সংগঠনের নিজস্ব ব্যানারে চাঁদপুর থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা প্রদান করতে আমরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে টেন্ট স্থাপন করেছি। এছাড়াও ভর্তি পরীক্ষা চলাকালে চাঁদপুরের কোনো শিক্ষার্থী যাতে কোনো ধরনের র‌্যাগিং বা হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্কমূলক দৃষ্টি রাখছি। নিরাপদে রাত্রিযাপন, পরীক্ষার হল খুঁজে পাওয়া, প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করা ও পরীক্ষা শেষে নিরাপদে বাড়িতে পৌঁছানোসহ যাবতীয় বিষয়ে চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার চেষ্টা করে থাকি আমরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক তানবীর ইসলাম নিশাত বলেন, আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আমাদের সংগঠনের ফেসবুক পেজ অথবা নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করলে আবাসন ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ পাবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পরবর্তী সময়ে ক্যাম্পাসে এসে থাকা ও যাতায়াত ব্যবস্থার পাশাপাশি ভর্তির যাবতীয় প্রক্রিয়ায় নির্ভুলভাবে সম্পাদনে বিনা মূল্যে সার্বিক সহযোগিতা করে থাকবে আমাদের এই সংগঠনটি।

আবাসন ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ পাওয়া যাবে নিম্নোক্ত নম্বরগুলোতে। ফরিদ আহমেদ জয় (সভাপতি) ০১৬৮২৮৯৪৮০৩, ফয়জুল ইসলাম নিরব (সহ-সভাপতি) ০১৬২৫৯৩৪৮১৬, তানবীর ইসলাম নিশাত (সাধারণ সম্পাদক) ০১৭০৪৪৬৫৩৪৪, শান্ত জাবালি (যুগ্ম-সাধারণ সম্পাদক) ০১৮৬৪৩৭২২৪৮, আল আমিন বিজয় (সাংগঠনিক সম্পাদক) ০১৮৪৬১০৩৩৪২, নাঈম হাসান (সাংগঠনিক সম্পাদক) ০১৭৮৯৬২২৮২৮