‘রকমারি বর্ণমালা অফার’-এর বিজয়ীদের মোটরসাইকেল এবং স্মার্টফোন হস্তান্তর

  • Update Time : ১২:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / 189

নিজস্ব প্রতিবেদকঃ

‘রকমারি বর্ণমালা অফার’-এর বিজয়ীদেরহাতে মোটরসাইকেল এবং স্মার্টফোন হস্তান্তর।

সোমবার (২৯ মে) রকমারি ডট কমের প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

রকমারি ডট কমের শীর্ষ কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে মোটরসাইকেল বিজয়ী এন এম সাকিবের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও ১২ জনের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন। মোটরসাইকেল এবং স্মার্টফোন তুলে দিতে উপস্থিত ছিলেন, রকমারি ডট কমের ফাউন্ডার ও সিইও খাইরুল আনাম রনি, কো-ফাউন্ডার ডিরেক্টর জুবায়ের বিন আমিন। উপহার পেয়ে বিজয়ীদের উল্লাস করতে দেখা যায়।

রকমারি ডট কমের সিইও মো. খায়রুল আনাম রনি বলেন, ‘মানুষের জীবন সহজ করতে মোটরসাইকেলের ভূমিকা অনস্বীকার্য। সেই ভাবনা থেকেই এমন উপহার দেওয়া। তিনি এও বলেন জীবন সহজ করার সাথে সাথে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মোটরসাইকেল বয়য়ী সাকিবকে সাবধানে চালানোর পরামর্শ দেন তিনি।”

এছাড়া রকমারি ডট কমের হেড অব পাবলিক রিলেশন অ্যান্ড ব্র্যান্ড স্ট্রাটেজি মাহমুদুল হাসান সাদি বলেন, ‘আমরা এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। আমাদের গ্রাহক খুবই সুন্দরভাবে বিষয়টি গ্রহণ করেছেন। আমরা ভবিষ্যতে আরও কাজ করার আশা রাখি।’

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বর্ণমালা ক্যাম্পেইনের আওতায় রকমারি থেকে বই কিনলেই একটি বর্ণ কার্ড পাওয়া যেত। সেই কার্ড ঘষে র+ক+মা+রি মিলাতে পারলেই উপহার হিসাবে ছিল মোবাইল ফোন। এছাড়া যে কোনো একটি বর্ণ রঙ্গিন হলেই হিরো হাংক-১৫০আর মোটরসাইকেল পুরস্কার হিসেবে ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media


‘রকমারি বর্ণমালা অফার’-এর বিজয়ীদের মোটরসাইকেল এবং স্মার্টফোন হস্তান্তর

Update Time : ১২:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

‘রকমারি বর্ণমালা অফার’-এর বিজয়ীদেরহাতে মোটরসাইকেল এবং স্মার্টফোন হস্তান্তর।

সোমবার (২৯ মে) রকমারি ডট কমের প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

রকমারি ডট কমের শীর্ষ কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে মোটরসাইকেল বিজয়ী এন এম সাকিবের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও ১২ জনের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন। মোটরসাইকেল এবং স্মার্টফোন তুলে দিতে উপস্থিত ছিলেন, রকমারি ডট কমের ফাউন্ডার ও সিইও খাইরুল আনাম রনি, কো-ফাউন্ডার ডিরেক্টর জুবায়ের বিন আমিন। উপহার পেয়ে বিজয়ীদের উল্লাস করতে দেখা যায়।

রকমারি ডট কমের সিইও মো. খায়রুল আনাম রনি বলেন, ‘মানুষের জীবন সহজ করতে মোটরসাইকেলের ভূমিকা অনস্বীকার্য। সেই ভাবনা থেকেই এমন উপহার দেওয়া। তিনি এও বলেন জীবন সহজ করার সাথে সাথে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মোটরসাইকেল বয়য়ী সাকিবকে সাবধানে চালানোর পরামর্শ দেন তিনি।”

এছাড়া রকমারি ডট কমের হেড অব পাবলিক রিলেশন অ্যান্ড ব্র্যান্ড স্ট্রাটেজি মাহমুদুল হাসান সাদি বলেন, ‘আমরা এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। আমাদের গ্রাহক খুবই সুন্দরভাবে বিষয়টি গ্রহণ করেছেন। আমরা ভবিষ্যতে আরও কাজ করার আশা রাখি।’

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বর্ণমালা ক্যাম্পেইনের আওতায় রকমারি থেকে বই কিনলেই একটি বর্ণ কার্ড পাওয়া যেত। সেই কার্ড ঘষে র+ক+মা+রি মিলাতে পারলেই উপহার হিসাবে ছিল মোবাইল ফোন। এছাড়া যে কোনো একটি বর্ণ রঙ্গিন হলেই হিরো হাংক-১৫০আর মোটরসাইকেল পুরস্কার হিসেবে ছিল।