রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি সোহাগ, সম্পাদক সৌরভ
- Update Time : ১২:৪৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- / 159
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফিজিক্যাল-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সোহাগ সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রহিম সৌরভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মো. মিজানুর রহমান কিরণ এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-শাকিল আহমেদ ও মনোরমা গুপ্তা শ্রাবণী, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিন ও সাদিয়া শফিক, অর্থ সম্পাদক তাজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মামুন ও রেজাউনুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কমিউনিকেশন সম্পাদক লতা আক্তার, ছাত্র কল্যাণ সম্পাদক ফাহিমা আক্তার খুশি, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি সম্পাদক মোসা. খাইরুন নাহার সুপ্ত, সক্ষমতা উন্নয়ন সম্পাদক কামরান ইসলাম, গবেষণা ও উন্নয়ন সম্পাদক সুমন চন্দ্র, প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক মো. বায়জিদ খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক জসিম উদ্দিন রানা, ক্রীড়া সম্পাদক প্রসেনজিৎ টিগ্গা, সাংস্কৃতিক সম্পাদক আলফাজ উদ্দিন, সরবরাহ সম্পাদক আব্দুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক আজাদ আল ইমরান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল শাহিন, করপোরেট নেটওয়ার্কিং সম্পাদক কানিজ ফাতিমা রুমা, বার্তা সম্পাদক হাবিবা আক্তার।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে হুমাইরা জাহান মিম ও আল-আমিন হোসাইন রিজভী।
পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে পিডিএফ। একই লক্ষ্যে ঢাবি, জাবি এবং জবিতেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।