নজরুল বিশ্ববিদ্যালয়ে চালু হবে জো-বাইক সিস্টেম: উপাচার্য

  • Update Time : ০৫:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / 282

মো: শুভ ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের সুবিধার জন্য চালু করা হবে জো-বাইক সিস্টেম। এমনই মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বুধবার (১১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আজিজুর রহমান এবং মুখ্য আলোচনা ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ক্যাম্পাসে দুটো গেট হবে প্রধান দুটি ফটক। এখানে অবারিত চলাচলের সুযোগ থাকবে না। ইতোমধ্যে সীমানাপ্রাচীর দৃশ্যমান। এই প্রাচীরের চারপাশ দিয়ে রাস্তা হবে। এখানে জো বাইক সিস্টেম চালু করা হবে। এই সিস্টেমে শিক্ষার্থীরা সাইকেলে নিমিষেই ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত করতে পারবে। আমাদের ইতোমধ্যেই এ ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে”

বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় হবে নন্দনকানন। এটি কঠিন কিছু নয়। এর জন্য স্থিতিশীলতা দরকার। ছাত্রছাত্রী শিক্ষক-কর্মকর্তারা সহযোগিতা করলে খুব তাড়াতাড়িই এটি সম্ভব হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবন উদযাপনের জন্য আয়োজন অনুষ্ঠানের দরকার আছে। আমরা যারা আজকে প্রতিষ্ঠিত আমাদের সবার জীবনে ছাত্রজীবন গেছে। আজকে যারা ছাত্রছাত্রী আছো, তাদেরও একসময় জীবনে প্রতিষ্ঠিত হবার সুযোগ আসবে। কিন্তু জীবনের এই পর্বান্তরটি যদি আগে বোঝা যায়, তবে জীবনকে গুছিয়ে নেওয়ার সুযোগ আছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নজরুল বিশ্ববিদ্যালয়ে চালু হবে জো-বাইক সিস্টেম: উপাচার্য

Update Time : ০৫:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

মো: শুভ ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের সুবিধার জন্য চালু করা হবে জো-বাইক সিস্টেম। এমনই মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বুধবার (১১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আজিজুর রহমান এবং মুখ্য আলোচনা ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ক্যাম্পাসে দুটো গেট হবে প্রধান দুটি ফটক। এখানে অবারিত চলাচলের সুযোগ থাকবে না। ইতোমধ্যে সীমানাপ্রাচীর দৃশ্যমান। এই প্রাচীরের চারপাশ দিয়ে রাস্তা হবে। এখানে জো বাইক সিস্টেম চালু করা হবে। এই সিস্টেমে শিক্ষার্থীরা সাইকেলে নিমিষেই ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত করতে পারবে। আমাদের ইতোমধ্যেই এ ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে”

বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় হবে নন্দনকানন। এটি কঠিন কিছু নয়। এর জন্য স্থিতিশীলতা দরকার। ছাত্রছাত্রী শিক্ষক-কর্মকর্তারা সহযোগিতা করলে খুব তাড়াতাড়িই এটি সম্ভব হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবন উদযাপনের জন্য আয়োজন অনুষ্ঠানের দরকার আছে। আমরা যারা আজকে প্রতিষ্ঠিত আমাদের সবার জীবনে ছাত্রজীবন গেছে। আজকে যারা ছাত্রছাত্রী আছো, তাদেরও একসময় জীবনে প্রতিষ্ঠিত হবার সুযোগ আসবে। কিন্তু জীবনের এই পর্বান্তরটি যদি আগে বোঝা যায়, তবে জীবনকে গুছিয়ে নেওয়ার সুযোগ আছে।