ইবিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / 203

শাহিন রাজা, ইবিঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় তারা জিয়া মোড় থেকে আনন্দ র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মিলিত হয়। এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় টেন্টে কেক কাটা কর্মসূচী পালন করা হয়। পরে দলীয় টেন্টের পাশে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন তারা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রলীগের সভাপতি বলেন, একদিকে ক্যাম্পাস বন্ধ অন্য দিকে তীব্র শীত উপেক্ষা করে এখানে এসেছেন এজন্য আপনাদের ধন্যবাদ। এই দিন উপলক্ষে কয়েকদিন পর আমরা এবং সকলকে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করব।

এরপর বেলা ১টা ৩০ মিনিট এ তারা অসহায় ও দুঃস্থ দের মাঝে উন্নত মানের খাবারের বিতরণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ইবিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

শাহিন রাজা, ইবিঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় তারা জিয়া মোড় থেকে আনন্দ র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মিলিত হয়। এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় টেন্টে কেক কাটা কর্মসূচী পালন করা হয়। পরে দলীয় টেন্টের পাশে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন তারা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রলীগের সভাপতি বলেন, একদিকে ক্যাম্পাস বন্ধ অন্য দিকে তীব্র শীত উপেক্ষা করে এখানে এসেছেন এজন্য আপনাদের ধন্যবাদ। এই দিন উপলক্ষে কয়েকদিন পর আমরা এবং সকলকে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করব।

এরপর বেলা ১টা ৩০ মিনিট এ তারা অসহায় ও দুঃস্থ দের মাঝে উন্নত মানের খাবারের বিতরণ করেন।