আড়ম্বরপূর্ণ ভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / 194
জাননাহ, ঢাবি প্রতিনিধি
নানা কর্মসূচির মাধ্যমে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ছাত্রলীগ।
আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শুরু করেন এ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর সকাল ৮টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ।
এসব কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
তবে প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় কর্মসূচি পালিত হবে শুক্রবার। এদিন দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত শোভাযাত্রা করবে ছাত্রলীগ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ছাত্রলীগ।
রাজনৈতিক এ সংগঠনটি বর্তমান সময়ে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। ১৯৪৮ সালের এদিনে বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশনায় প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রলীগ।