দেশের তৃতীয় গবেষণা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

  • Update Time : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / 184

নিজস্ব প্রতিবেদক:

দেশের মধ্যে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তৃতীয় স্থানে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত ২০২৩ সালের একটি তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এবং ছয় হাজার ৩৩৬ জন গবেষক স্থান পেয়েছেন।

সর্বমোট এইচ-সূচক অনুযায়ী তৃতীয় স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়টি। তালিকার প্রথমে আছে আন্তর্জাতিক সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ সেন্টার (আইসিডিডিআর) এবং দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মোট ৭৬ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন।

বাংলাদেশের গবেষকদের মধ্যে তৃতীয় এবং বিশ্বের ১০ শতাংশ সেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষিকা অধ্যাপক ড কামরুন নাহার।

বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে ১১ জন, কৃষিতে ১০ জন, আণুবীক্ষণিক জীববিজ্ঞান এবং প্রজননে তিনজন, মৎস্য বিদ্যায় দুইজন, কৃষি অর্থনীতিতে একজন, শারীরবিদ্যাতে (এনাটমি) একজন, খাদ্য বিজ্ঞান ও প্রকৌশলে একজন, পশুপালনে একজনসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ৭৬ জন গবেষক স্থান পেয়েছেন ।

অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষক, অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ পাঁচ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


দেশের তৃতীয় গবেষণা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

Update Time : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

দেশের মধ্যে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তৃতীয় স্থানে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত ২০২৩ সালের একটি তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এবং ছয় হাজার ৩৩৬ জন গবেষক স্থান পেয়েছেন।

সর্বমোট এইচ-সূচক অনুযায়ী তৃতীয় স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়টি। তালিকার প্রথমে আছে আন্তর্জাতিক সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ সেন্টার (আইসিডিডিআর) এবং দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মোট ৭৬ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন।

বাংলাদেশের গবেষকদের মধ্যে তৃতীয় এবং বিশ্বের ১০ শতাংশ সেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষিকা অধ্যাপক ড কামরুন নাহার।

বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে ১১ জন, কৃষিতে ১০ জন, আণুবীক্ষণিক জীববিজ্ঞান এবং প্রজননে তিনজন, মৎস্য বিদ্যায় দুইজন, কৃষি অর্থনীতিতে একজন, শারীরবিদ্যাতে (এনাটমি) একজন, খাদ্য বিজ্ঞান ও প্রকৌশলে একজন, পশুপালনে একজনসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ৭৬ জন গবেষক স্থান পেয়েছেন ।

অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষক, অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ পাঁচ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।