আখতার হোসেনসহ ঢাবি ছাত্র অধিকার পরিষদের ৮ জনের জামিন মঞ্জুর

  • Update Time : ০১:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 181

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেনসহ ৮ জনকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার(৭ নভেম্বর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা শুনানি শেষে এ আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, ছাত্র অধিকারের নেতা সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে গত ৭ অক্টোবর ঢাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে আসামিরা কাউকে কিছু না জানিয়েই পূর্ব পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেআইনিভাবে সমবেত হয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।

মামলার বিবরণে আরও বলা হয়, আসামিরা তাদের বক্তব্যে সরকার, সরকারপ্রধান, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন। তখন ছাত্রলীগ প্রতিবাদ করলে আসামিরা রড, হকিস্টিক, বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করেন।

এ ঘটনায় ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে বাদী হয়ে শাহবাগ থানায় পৃথক দুটি মামলা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


আখতার হোসেনসহ ঢাবি ছাত্র অধিকার পরিষদের ৮ জনের জামিন মঞ্জুর

Update Time : ০১:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেনসহ ৮ জনকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার(৭ নভেম্বর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা শুনানি শেষে এ আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, ছাত্র অধিকারের নেতা সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে গত ৭ অক্টোবর ঢাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে আসামিরা কাউকে কিছু না জানিয়েই পূর্ব পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেআইনিভাবে সমবেত হয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।

মামলার বিবরণে আরও বলা হয়, আসামিরা তাদের বক্তব্যে সরকার, সরকারপ্রধান, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন। তখন ছাত্রলীগ প্রতিবাদ করলে আসামিরা রড, হকিস্টিক, বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করেন।

এ ঘটনায় ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে বাদী হয়ে শাহবাগ থানায় পৃথক দুটি মামলা করেন।