জেল হত্যা দিবসে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
- Update Time : ০৮:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / 220
ইবি প্রতিনিধি:
জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে শোকর্যালি ও শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে শোকর্যালি বের করেন তারা।
র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী ম্যুরালে এসে শেষ হয়। এরপর মৃত্যুঞ্জয়ী ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া- মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, মোদাচ্ছির খালেদ ধ্রুব, রকিবুল ইসলাম, বনি আমিন, মৃদুল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, ছাত্রলীগ নেতা শাহীন আলমসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।