রাবিতে মঞ্চ মাতালেন কাঙালিনী সুফিয়া
- Update Time : ১১:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / 186
রনি আহমেদ,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) সাহিত্যিক ছোটকাগজ চিহ্ন’র আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা-২০২২’। যার প্রথমদিনের সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মূর্ছনায় মঞ্চ মাতিয়েছেন বিখাত বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া।
সোমবার(১৭ আক্টোবর) রাত ৮টায় বিশ্বিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবন প্রাঙ্গণে ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’র সাংস্কৃতিক মঞ্চে তিনি সঙ্গীত পরিবেশন করেন।
প্রথমে তিনি লালন ফকিরের বিখ্যাত গান, ‘কায়া দাড়ি হয়ে কেনো করো নবী ছায়া না’, দিয়ে শুরু করেন। তার পর একে একে তার বিখ্যাত গান ‘নিতাই গঞ্জ’, ‘আমার হাত চলে না পা চলে না করি কি উপায়’,’বুড়ি হইলাম তোর কারনে’,’দিনে দিনে সোনার অঙ্গ মলিন হয়তাছে’ গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।
কাঙ্গালিনী সুফিয়া ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তার নাম ছিলো ‘বুচি’। গ্রাম্য একটি গানের অনুষ্ঠানে ১৪ বছর বয়সে তিনি তার সঙ্গীত জীবন শুরু করেন। সুফিয়ার মোট রচিত গানের সংখ্যা প্রায় ৫০০।
তিনি রাজ সিংহাসন চলচ্চিত্রে প্রথম কণ্ঠ দেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন, ভারতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক ডিজি মুস্তাফা মনোয়ার তাকে কাঙ্গালিনী উপাধি প্রদান করেন। সংগীতে তিনি প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় ‘চিহ্ন’ প্রায় দুই দশক থেকে নিয়মিত বের হচ্ছে। পত্রিকাটি ২০১১ সালে প্রথমবারের মতো দেশের লেখক-লিটল ম্যাগাজিনের সম্পাদক আর বুদ্ধিবৃত্তির মানুষদের নিয়ে আয়োজন করে চিহ্নমেলার। এরই ধারাবাহিকতায় সর্বশেষ পঞ্চমবারের মতো মেলা শুরু হয়েছে ১৭ অক্টোবর, শেষ হবে ১৮ অক্টোবর।