রাবিতে ৯ নভেম্বর মঞ্চায়িত হবে ‘জোহা হল কথা কয়’ নাটক
- Update Time : ১০:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / 202
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্বাবিদ্যালয়ে (রাবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে পরিবেশ থিয়েটার আয়োজিত ‘জোহা হল কথা কয় ‘ আগামী ৯ নভেম্বর সন্ধ্যা ৬ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে মঞ্চস্থ হবে ।
বুধবার (৩ নভেম্বর) বিকেল তিনটায় বিশ্বাবিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকের নির্দেশক এবং নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান এসব কথা বলেছেন।
তিনি বলেন, নাটকটিতে পুরো জোহা হলের স্পেসকে কাজে লাগিয়ে পরিবেশসৃজন করা হবে। কোন বিশেষ মঞ্চে নয়, পুরো হল জুড়ে হবে এর উপস্থাপনা। নাটকটিতে অংশগ্রহণকারী কলাকুশলীর সংখ্যা দুশো একুশ জন।
তিনি আরো জানান, মুক্তিযুদ্ধের সাল যেহেতু ৭১; সেই ৭১ সালকে মাথায় রেখে এটির ব্যপ্তি হবে ৭১ মিনিট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী কর্মকর্তা- কর্মচারী ও বিভিন্ন নাট্যসংগঠন,রাজশাহী মহানগরীরর নাট্য- নৃত্য ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশগ্রহণ করছে।
প্রসঙ্গত, নাটকটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায়,বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষতায় এবং রাজশাহী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মঞ্চস্থ হবে ।