রাজবাড়ীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৪৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / ১১৫ Time View
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর এলাকার হরিজনপল্লীতে দুই পক্ষের মারামারিতে ধারালো অস্ত্রের কোপে অটোরিকশা চালক সাইফ শেখ মারা গেছেন। সাইফ শেখ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের নবগ্রাম এলাকার মোহাম্মদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ৭ম শ্রেণি পড়ুয়া একটি মেয়ের প্রেমের সর্ম্পকের জের ধরে খানখানাপুর হরিজনপল্লীর আশিক জমাদ্দার ও পাচুরিয়ার মিলন রবিদাসের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার ( ২৫ নভেম্বর ) রাতে খানখানাপুর নতুন বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ওই সময় অটো রিকশা চালক সাইফ শেখ গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মারা যান তিনি।

খানখানাপুর পুলিশ তদন্তকের পরিদর্শক (ওসি) মো. শফিউল আলম জানান, এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিক্রম জমাদ্দার, আলো জমাদ্দার, প্রদীব জমাদ্দার, ও গণেশ জমাদ্দারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজবাড়ীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যায় আটক ৪

Update Time : ০৭:৪৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর এলাকার হরিজনপল্লীতে দুই পক্ষের মারামারিতে ধারালো অস্ত্রের কোপে অটোরিকশা চালক সাইফ শেখ মারা গেছেন। সাইফ শেখ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের নবগ্রাম এলাকার মোহাম্মদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ৭ম শ্রেণি পড়ুয়া একটি মেয়ের প্রেমের সর্ম্পকের জের ধরে খানখানাপুর হরিজনপল্লীর আশিক জমাদ্দার ও পাচুরিয়ার মিলন রবিদাসের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার ( ২৫ নভেম্বর ) রাতে খানখানাপুর নতুন বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ওই সময় অটো রিকশা চালক সাইফ শেখ গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মারা যান তিনি।

খানখানাপুর পুলিশ তদন্তকের পরিদর্শক (ওসি) মো. শফিউল আলম জানান, এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিক্রম জমাদ্দার, আলো জমাদ্দার, প্রদীব জমাদ্দার, ও গণেশ জমাদ্দারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।