যবিপ্রবির ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৩২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৪৪ Time View

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরীন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এসময় তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের প্রভাবে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরবর্তীতে চৌদ্দতম(১৪ তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে বরণ করে নেওয়া হয়,একইসাথে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও উপহার সামগ্রি প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

নবীনদেরকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, তোমরা (নবীন) যারা যবিপ্রবির এফএমবি বিভাগে ভর্তি হয়েছো, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছো।যবিপ্রবির এফএমবি বিভাগ বিশ্ববিদ্যালয়ের আয়তনের সবচেয়ে বেশি জায়গা দখল করে থাকা একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ। এই বিভাগের রয়েছে বিশ্বমানের হ্যাচারী এন্ড ওয়েট ল্যাব,গবেষণা পুকুর,অত্যাধুনিক ল্যাব এবং অত্র দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ফিশ মিউজিয়াম।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,এই বিশ্ববিদ্যালয়ের স্লোগান হলো চাকরি করা নয়, চাকরি দেওয়া। এই স্লোগান সম্পূর্ণ বাস্তবায়ন করার সক্ষমতা রয়েছে এফএমবি বিভাগের শিক্ষার্থীদের। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তোমার প্রতি যে দায়িত্ব ছিল তা পালন করেছি। এখন তোমাদের দায়িত্ব হলো এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করা।

সভাপতির বক্তব্যে এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মন্ডল নবীনদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রত্যেকের উচিত সময়কে সঠিকভাবে কাজে লাগানো।সিজিপিএ কম হলে হতাশ হওয়া যাবে না, আবার অবহেলা করাও ঠিক নয়।প্রত্যেকের মাঝেই রয়েছে সুপ্ত প্রতিভা, সেই প্রতিভাকে বিকশিত করতে হবে।অনেকক্ষেত্রে ব্যাকবেঞ্চার শিক্ষার্থীরাও কর্মক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে দাড়ায়,সুতরাং তোমারদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল কবির জাহিদ, এফএমবি বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান, অধ্যাপক ড. মন্জুরুল হক,সহযোগী অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসাইনসহ বিভাগের সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

যবিপ্রবির ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

Update Time : ০১:৩২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরীন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এসময় তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের প্রভাবে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরবর্তীতে চৌদ্দতম(১৪ তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে বরণ করে নেওয়া হয়,একইসাথে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও উপহার সামগ্রি প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

নবীনদেরকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, তোমরা (নবীন) যারা যবিপ্রবির এফএমবি বিভাগে ভর্তি হয়েছো, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছো।যবিপ্রবির এফএমবি বিভাগ বিশ্ববিদ্যালয়ের আয়তনের সবচেয়ে বেশি জায়গা দখল করে থাকা একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ। এই বিভাগের রয়েছে বিশ্বমানের হ্যাচারী এন্ড ওয়েট ল্যাব,গবেষণা পুকুর,অত্যাধুনিক ল্যাব এবং অত্র দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ফিশ মিউজিয়াম।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,এই বিশ্ববিদ্যালয়ের স্লোগান হলো চাকরি করা নয়, চাকরি দেওয়া। এই স্লোগান সম্পূর্ণ বাস্তবায়ন করার সক্ষমতা রয়েছে এফএমবি বিভাগের শিক্ষার্থীদের। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তোমার প্রতি যে দায়িত্ব ছিল তা পালন করেছি। এখন তোমাদের দায়িত্ব হলো এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করা।

সভাপতির বক্তব্যে এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মন্ডল নবীনদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রত্যেকের উচিত সময়কে সঠিকভাবে কাজে লাগানো।সিজিপিএ কম হলে হতাশ হওয়া যাবে না, আবার অবহেলা করাও ঠিক নয়।প্রত্যেকের মাঝেই রয়েছে সুপ্ত প্রতিভা, সেই প্রতিভাকে বিকশিত করতে হবে।অনেকক্ষেত্রে ব্যাকবেঞ্চার শিক্ষার্থীরাও কর্মক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে দাড়ায়,সুতরাং তোমারদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল কবির জাহিদ, এফএমবি বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান, অধ্যাপক ড. মন্জুরুল হক,সহযোগী অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসাইনসহ বিভাগের সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।