পরান- রাসেলের নতুন গান ‘মীরজাফরের বংশধর’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / ১৩০ Time View

বিনোদন প্রতিবেদক:

তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পরান আহসান, শিল্পী নিজেই এই গানটির সুর করেছেন। গানের শিরোনাম ‘মীরজাফরের বংশধর’।

বিস্তারিত জানতে চাইলে পরান আহসান বলেন,”অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও দেশাত্মবোধক গান গাইতে বরাবরই আমার ভালো লাগে। এ ধরনের গানের সুযোগ এলে পিছপা হইনা। কারণ শিল্পী হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। রাসেল বিনয়ী একটা ছেলে। গানের প্রতি তার অগাধ ভালোবাসা। ও ভালো লিখে, সবাই ওর জন্য দোয়া করবেন। সবমিলিয়ে গানটি গেয়ে আমার ভালো লেগেছে। আসুন সবাই দেশকে ভালোবাসি”

অপরদিকে রাসেল ইব্রাহীম বলেন, ” কণ্ঠশিল্পী পরান ভাইয়ের গান আমি সবসময় শুনি, কণ্ঠ অসাধারণ। তিনি আমার গানে কণ্ঠ দিয়েছেন, এটা আমার জন্য অসাধারণ প্রাপ্তি, নতুন বছরে প্রথম চমক। ”

জানা যায় যে,’ মীরজাফরের বংশধর ’ শিরোনামে গানটি ইউটিউবে ” Poran Ahsan Music ” চ্যানেলে মুক্তি পাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

পরান- রাসেলের নতুন গান ‘মীরজাফরের বংশধর’

Update Time : ০২:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

বিনোদন প্রতিবেদক:

তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পরান আহসান, শিল্পী নিজেই এই গানটির সুর করেছেন। গানের শিরোনাম ‘মীরজাফরের বংশধর’।

বিস্তারিত জানতে চাইলে পরান আহসান বলেন,”অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও দেশাত্মবোধক গান গাইতে বরাবরই আমার ভালো লাগে। এ ধরনের গানের সুযোগ এলে পিছপা হইনা। কারণ শিল্পী হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। রাসেল বিনয়ী একটা ছেলে। গানের প্রতি তার অগাধ ভালোবাসা। ও ভালো লিখে, সবাই ওর জন্য দোয়া করবেন। সবমিলিয়ে গানটি গেয়ে আমার ভালো লেগেছে। আসুন সবাই দেশকে ভালোবাসি”

অপরদিকে রাসেল ইব্রাহীম বলেন, ” কণ্ঠশিল্পী পরান ভাইয়ের গান আমি সবসময় শুনি, কণ্ঠ অসাধারণ। তিনি আমার গানে কণ্ঠ দিয়েছেন, এটা আমার জন্য অসাধারণ প্রাপ্তি, নতুন বছরে প্রথম চমক। ”

জানা যায় যে,’ মীরজাফরের বংশধর ’ শিরোনামে গানটি ইউটিউবে ” Poran Ahsan Music ” চ্যানেলে মুক্তি পাবে।