নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • / ১৯০ Time View

জাককানইবি প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ছাত্র হলে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন করছে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রোববার সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সাগর চন্দ্র দে কে রোলিং চেয়ারে ঘুরিয়ে নির্যাতনের ঘটনায় চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সৌমিক জাহান কে সাময়িক ভাবে বহিষ্কার করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনায় বহিষ্কার প্রত্যাহার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ। শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বহিষ্কার হওয়া শিক্ষার্থী সৌমিক এর বহিষ্কার প্রত্যাহার ও অগ্নিবীণা হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহার পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুসারীরা।

সোমবার (২১ মার্চ) প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ এবং অগ্নিবীণা হলের প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা।

এরপূর্বে গত ১২ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের সঙ্গীত বিভাগের নবীন এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠে।এনিয়ে প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনের উপর শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্যাতনের শিকার শিক্ষার্থী সাগর চন্দ্র দে’র মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

শিক্ষার্থী সাগর চন্দ্র দে কে নির্যাতনের ঘটনায় সৌমিক জাহান কে সাময়িক ভাবে বহিষ্কার এবং আগামী ১৫ দিনের মধ্যে কেনো তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে চিঠি ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অগ্নিবীণা হলের ২০৪ নং কক্ষের তালিকাভুক্ত চার শিক্ষার্থী রাজু মিয়া, নাজমুল হুদা দেওয়ানী, আফজাল হোসাইন শান্ত এবং খন্দকার রিফাদুল হাসান এর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বাতিল করা চার শিক্ষার্থীর ৩জনই পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে যোগদান করলেও একাডেমিক সার্টিফিকেট না নেয়ায় এখনো প্রশাসনিক ভাবে ছাত্রের তালিকাতেই রয়েছেন সিট বাতিল করা ৪ শিক্ষার্থীর ৩ জন।অন্যদিকে সিট বাতিল হওয়া শিক্ষার্থী আফজাল হোসাইন শান্ত ত্রিশালে বাড়ি থাকায় হলে থাকেন না।তবে রয়েছে তার নাম সিট বরাদ্দ। যেখানে ই থাকতো নিয়মবহির্ভূত ভাবে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অগ্নিবীণা হলেএ চার শিক্ষার্থীর সিট বাতিলের বিষয়ে এবং প্রভোস্ট এর পদত্যাগ দাবীতে বিক্ষোভের বিষয়ে গণমাধ্যমকে হলটির প্রভোস্ট কল্যাণাংশু নাহা বলেন, প্রশাসনিক নিয়ম অনুযায়ীই তাদের সিট বাতিল করা হয়েছে। তাদের পড়াশোনা শেষ হলেও এখনো হলের সিট তারা বাতিল করান নি এমনকি সনদ উত্তোলনও করেননি তাই আমরা তদন্তে সিটের দাপ্তরিক ভাবে দাবিদার যারা তাদের সিট বাতিল করেছি। এটা কোন শাস্তি নয়। আর কেনো আমার রুমে তালা আর পদত্যাগ দাবী করছে তা আমি জানি না। এমন করার কারণ আমি নিজেও জানি না। আমি এখন বিশ্ববিদ্যালয়ে থাকি যবে থেকে আমার জন্যে ডরমিটরিতে রুম বরাদ্দ হয়েছে।

তবে অভিযোগ রয়েছে হলটির প্রভোস্ট নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করার কথা থাকলেও সেই নিয়মটি না মেনে থাকেন ময়মনসিংহ শহরে।

শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আহত সাগরের সকল ব্যয় নির্যাতন করা শিক্ষার্থী সৌমিক জাহানের পরিবারের বহন করতে হবে। এছাড়া নিয়মবহির্ভূত ভাবে হলে অবস্থান করার কারণে সাগর চন্দ্র দে কে সতর্কীকরণ চিঠি প্রেরণ এবং ২১ দিনের মধ্যে তার উত্তর দিতেও বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শাস্তি প্রদানের পর তা প্রত্যাহারের জন্যে আন্দোলন শুরু করলেও বর্তমানে সেটি প্রভোস্টের পদত্যাগের দাবিতে রূপ দিয়েছে ছাত্রলীগের একাংশ। এর আগে হলটির বিভিন্ন অনিয়ম নিয়ে হল প্রভোস্টের প্রত্যাহার দাবি তুলেছিলো শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

Update Time : ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

জাককানইবি প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ছাত্র হলে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন করছে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রোববার সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সাগর চন্দ্র দে কে রোলিং চেয়ারে ঘুরিয়ে নির্যাতনের ঘটনায় চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সৌমিক জাহান কে সাময়িক ভাবে বহিষ্কার করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনায় বহিষ্কার প্রত্যাহার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ। শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বহিষ্কার হওয়া শিক্ষার্থী সৌমিক এর বহিষ্কার প্রত্যাহার ও অগ্নিবীণা হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহার পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুসারীরা।

সোমবার (২১ মার্চ) প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ এবং অগ্নিবীণা হলের প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা।

এরপূর্বে গত ১২ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের সঙ্গীত বিভাগের নবীন এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠে।এনিয়ে প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনের উপর শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্যাতনের শিকার শিক্ষার্থী সাগর চন্দ্র দে’র মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

শিক্ষার্থী সাগর চন্দ্র দে কে নির্যাতনের ঘটনায় সৌমিক জাহান কে সাময়িক ভাবে বহিষ্কার এবং আগামী ১৫ দিনের মধ্যে কেনো তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে চিঠি ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অগ্নিবীণা হলের ২০৪ নং কক্ষের তালিকাভুক্ত চার শিক্ষার্থী রাজু মিয়া, নাজমুল হুদা দেওয়ানী, আফজাল হোসাইন শান্ত এবং খন্দকার রিফাদুল হাসান এর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বাতিল করা চার শিক্ষার্থীর ৩জনই পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে যোগদান করলেও একাডেমিক সার্টিফিকেট না নেয়ায় এখনো প্রশাসনিক ভাবে ছাত্রের তালিকাতেই রয়েছেন সিট বাতিল করা ৪ শিক্ষার্থীর ৩ জন।অন্যদিকে সিট বাতিল হওয়া শিক্ষার্থী আফজাল হোসাইন শান্ত ত্রিশালে বাড়ি থাকায় হলে থাকেন না।তবে রয়েছে তার নাম সিট বরাদ্দ। যেখানে ই থাকতো নিয়মবহির্ভূত ভাবে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অগ্নিবীণা হলেএ চার শিক্ষার্থীর সিট বাতিলের বিষয়ে এবং প্রভোস্ট এর পদত্যাগ দাবীতে বিক্ষোভের বিষয়ে গণমাধ্যমকে হলটির প্রভোস্ট কল্যাণাংশু নাহা বলেন, প্রশাসনিক নিয়ম অনুযায়ীই তাদের সিট বাতিল করা হয়েছে। তাদের পড়াশোনা শেষ হলেও এখনো হলের সিট তারা বাতিল করান নি এমনকি সনদ উত্তোলনও করেননি তাই আমরা তদন্তে সিটের দাপ্তরিক ভাবে দাবিদার যারা তাদের সিট বাতিল করেছি। এটা কোন শাস্তি নয়। আর কেনো আমার রুমে তালা আর পদত্যাগ দাবী করছে তা আমি জানি না। এমন করার কারণ আমি নিজেও জানি না। আমি এখন বিশ্ববিদ্যালয়ে থাকি যবে থেকে আমার জন্যে ডরমিটরিতে রুম বরাদ্দ হয়েছে।

তবে অভিযোগ রয়েছে হলটির প্রভোস্ট নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করার কথা থাকলেও সেই নিয়মটি না মেনে থাকেন ময়মনসিংহ শহরে।

শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আহত সাগরের সকল ব্যয় নির্যাতন করা শিক্ষার্থী সৌমিক জাহানের পরিবারের বহন করতে হবে। এছাড়া নিয়মবহির্ভূত ভাবে হলে অবস্থান করার কারণে সাগর চন্দ্র দে কে সতর্কীকরণ চিঠি প্রেরণ এবং ২১ দিনের মধ্যে তার উত্তর দিতেও বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শাস্তি প্রদানের পর তা প্রত্যাহারের জন্যে আন্দোলন শুরু করলেও বর্তমানে সেটি প্রভোস্টের পদত্যাগের দাবিতে রূপ দিয়েছে ছাত্রলীগের একাংশ। এর আগে হলটির বিভিন্ন অনিয়ম নিয়ে হল প্রভোস্টের প্রত্যাহার দাবি তুলেছিলো শিক্ষার্থীরা।