আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ২৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে মুমিনুল বাহিনী। পাকিস্তানের দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলির পেস যেন বুঝতেই পারছে না বাংলাদেশি ব্যাটাররা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের স্বপ্তম ম্যাচে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের ব্যাটাররা। দলীয় রান ৩০ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরত গেছেন টপ অর্ডারের তিন ব্যাটার।

হারের বৃত্ত ভাঙতে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা হলো ভুলে যাওয়ার মতোই। ইনিংসের প্রথম ওভারেই শাহিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বিশ্বকাপে ব্যর্থ ওপেনার তানজিদ তামিম। রিভিউ নিলেও কাজে আসেনি সেটি, উইকেটে ছিল আম্পায়ার্স কল। তানজিদ তামিম ফিরেছেন কোনো রান না করেই, বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে কোনো রান না তুলতেই।

শাহিনের দ্বিতীয় শিকার হয়ে ফেরত গেছেন এই বিশ্বকাপের আরেক ব্যর্থ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শর্ট মিডউইকেটে উসামা মীর ডানদিকে ঝুঁকে দারুণ ক্যাচ তালুবন্দী করেছেন। তৃতীয় ওভার শেষে স্কোরবোর্ডে ৬ রান তুলতেই দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

তামিম-শান্ত ফেরার পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তবে তিনিও বেশিক্ষণ থিতু হতে পারলেন না। হারিস রউফের গুড লেংথ ডেলিভারিতে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৫ রানে ফিরেছেন তিনি। মুশফিকের আউট হওয়ার পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। লিটন দাসকে নিয়ে এখন তিনি আবার ইনিংস গড়ার চেষ্টায়। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান।

Tag :

Please Share This Post in Your Social Media

আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Update Time : ০৪:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ২৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে মুমিনুল বাহিনী। পাকিস্তানের দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলির পেস যেন বুঝতেই পারছে না বাংলাদেশি ব্যাটাররা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের স্বপ্তম ম্যাচে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের ব্যাটাররা। দলীয় রান ৩০ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরত গেছেন টপ অর্ডারের তিন ব্যাটার।

হারের বৃত্ত ভাঙতে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা হলো ভুলে যাওয়ার মতোই। ইনিংসের প্রথম ওভারেই শাহিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বিশ্বকাপে ব্যর্থ ওপেনার তানজিদ তামিম। রিভিউ নিলেও কাজে আসেনি সেটি, উইকেটে ছিল আম্পায়ার্স কল। তানজিদ তামিম ফিরেছেন কোনো রান না করেই, বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে কোনো রান না তুলতেই।

শাহিনের দ্বিতীয় শিকার হয়ে ফেরত গেছেন এই বিশ্বকাপের আরেক ব্যর্থ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শর্ট মিডউইকেটে উসামা মীর ডানদিকে ঝুঁকে দারুণ ক্যাচ তালুবন্দী করেছেন। তৃতীয় ওভার শেষে স্কোরবোর্ডে ৬ রান তুলতেই দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

তামিম-শান্ত ফেরার পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তবে তিনিও বেশিক্ষণ থিতু হতে পারলেন না। হারিস রউফের গুড লেংথ ডেলিভারিতে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৫ রানে ফিরেছেন তিনি। মুশফিকের আউট হওয়ার পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। লিটন দাসকে নিয়ে এখন তিনি আবার ইনিংস গড়ার চেষ্টায়। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান।